সৌরজগৎ নিয়ে যত কথা পর্ব- ২

১। সূর্য একটি নক্ষত্র
২। পৃথিবী একটি গ্রহ
৩। চাঁদ একটি উপগ্রহ
৪। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে
৫। নক্ষত্রগুলো জলন্ত গ্যাসপিন্ড এরা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত
৬। নক্ষত্রগুলোর (সূর্যের ) তাপমাত্রা ৬০০০* সেলসিয়াস
৭। সূর্যের প্রখর আলোর জন্য অন্যান্য নক্ষত্র দিনের বেলায় দেখা যায়না

৮। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব আলোক বর্ষ এককে মাপা হয়
৯। আলো প্রতি সেকেন্ডে প্রায় লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, এই বেগে বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোক বর্ষ বলে
১০। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র
১১। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মিনিট ২০ সেকেন্ড
১২। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার
১৩। সূর্যের নিকটতম নক্ষত্র Proxima Centauri .

১৪। মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধুমকেতু বাশপকুন্ডের এক বিশাল মহাসমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্র জগত বলে
১৫। নক্ষত্রগুলো সর্পিলাকার বা উপবৃত্তাকার
১৬। কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে
১৭। হ্যালির ধুমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়
১৮। সর্বশেষ ১৯৮৬ সালে হ্যালির ধুমকেতু দেখা গেছে
১৯। গ্রহ সূর্যের চারদিকে পরিক্রমণ করে, এদের নিজস্ব আলো বা তাপ নেই, এরা সূর্য থেকে তাপ আলো পায় আমাদের সৌর জগতে টি গ্রহ রয়েছে
২০। গ্রহ মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়

২১। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ
২২। বুধ শুক্রের উপগ্রহ নেই
২৩। শনির উপগ্রহের সংখা সবচেয়ে বেশি
২৪। টাইটান শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ
২৫। সৌরজগত = সূর্য > বুধ > শুক্র > পৃথিবী > মঙ্গল > বৃহস্পতি > শনি > ইউরেনাস > নেপচুন
২৬। sun > mercury > venus > earth > mars > Jupiter > Saturn > Uranus > Neptune
27 বুধ বা Mercury সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকতম গ্রহ
২৮। বুধ শুক্র গ্রহ কে ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা বলে
২৯। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার

৩০। পৃথিবীর ব্যাস প্রায় ১২৬৬৭/১২৮০০ কিলোমিটার আর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার
৩১। পৃথিবীর নিকটতম গ্রহ Mars বা মঙ্গল
৩২। মঙ্গলে ফোবস ডিমোস নামে দুটি উপগ্রহ আছে
৩৩। বৃহস্পতি বা Jupiter সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, আয়তনে পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়
৩৪। শনি বা Saturn সৌরজগতের ২য় গ্রহ
৩৫। মহাকাশচারী ইউরি গেগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =