41th BCS Model Test 1

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন ?
2. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭,৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পড়ে ঘন্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
3. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা শেষে এসেছিল ?
4. তাপমাত্রার কোন ক্ষেত্রে "শূন্য" ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা?
5. চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা কতটি?
6. PDA কোন ধরণের কম্পিউটার?
7. Which of the following word is singular?
8. লর্ড বেন্টিং কত সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন ?
9. একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
10. জয়কর্মাবন্তসাক নগরীর ধ্বংসাবশেষ কোনটি?
11. মাল্টিপ্রসেসর সিস্টেম কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য?
12. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
13. ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে?
14. ইনিড - কে লিখেছেন?
15. মাইক্রোসফট কর্পোরেশন কত সালে Visual BASIC এর প্রথম সংস্করণ বাজারে ছাড়ে?
16. বাংলাদেশের প্রাচীন জাদুঘর বরেন্দ্র জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
17. বিখ্যাত পর্যটক মরক্কোর নাগরিক ইবনে বতুতা কত সালে সোনারগাঁ ভ্রমণ করেন ?
18. বাংলায় মহাদুর্ভিক্ষ বা পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল ?
19. চানাচুর কোন ভাষার শব্দ
20. কোন চর্যাকার নিজেকে বাঙালি হিসেবে দাবি করেছেন?
21. কোনটি নদী মাতৃক সভ্যতা নয়?
22. চর্যাপদের আদি নাম কী ?
23. বস্তুর ধর্ম ধারন করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম----
24. The verb of "political" is-
25. বিখ্যাত গঙ্গাখাল কে খনন করেন?
26. দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়। সংখ্যা দুটি কত?
27. Man cannot live alone. Here "alone" is-
28. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
29. Which of the following pairs of noun is composed of male and female?
30. বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার আসনামলে বাংলায় আসেন?
31. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে?
32. Which of the following noun completes the analogy cock is to hen as boar is to-
33. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
34. দুটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
35. Gentle Revolution - বলা হয় কোন বিপ্লবকে?
36. Which of the following is an adverb-
37. 1.1, 0.01 ও 0.0011 এর সমষ্টি কত?
38. The verb of the word "act" is-
39. Which of the following word is plural?
40. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রুপে ব্যবহৃত হয়
41. Which one is the adjective of omen?
42. Identify the word that can be used as both singular and plural.
43. নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয়না?
44. মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয় কতসালে?
45. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
46. নিচের কোন ব্যক্তি ট্রানজিস্টার আবিস্কারের সাথে যুক্ত ছিলেন না?
47. ১৯৪৭ সালের উপমহাদেশের সীমানা কমিশন কী নামে পরিচিত?
48. The child cried for...... mother.
49. Show respect to your parents and teachers. Here the word "respect" is-
50. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর কে ছিলেন?
51. বঙ্গভঙ্গ রদ কে করেন?
52. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা
53. কোন শব্দ শোনার পর কত সেকেন্ড আমাদের মস্তিষ্কে থাকে?
54. প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
55. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
56. ইন্টেল ৪০০৪ কত বিটের মাইক্রোপ্রসেসর?
57. ক মৌলিক সংখ্যা এবং ক,খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর ল.সা.গু কত?
58. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়ন করেন?
59. সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
60. অক্টোবর বিপ্লব কত সালে সংঘটিত হয়?
61. একক সময়ে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয়---
62. Homely is-
63. যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
64. কোন সংখ্যার ৬ গুণ থেকে ১৫ গুণ ৬৩ বেশি?
65. মাওরি সম্প্রদায় কোন দেশের আদিবাসী?
66. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি । - এটি কার উক্তি ?
67. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
68. The adjective of the word "heart" is-
69. এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন---
70. দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় টা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি নির্নয় করুন?
71. Two thirds of the work ...... finished.
72. বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে?
73. ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
74. The Art of war’ গ্রন্থের রচয়িতা কে?
75. মার্সিয়া কোন ভাষার শব্দ
76. যদি n এবং p যুগ্ন সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই অযুগ্ন সংখ্যা হবে?
77. অ্যানালগ সংকেতের মূল বৈশিষ্ট্য হচ্ছে____
78. ল্যাপটপ কম্পিউটার প্রথম প্রবর্তন করে কোন কোম্পানি?
79. ১৩৫২ সালে বাংলার প্রথম মুসলমান সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কয়টি জনপদকে একত্রিত করে বাঙালাহ নাম দেন?
80. সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
81. পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি?
82. মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?
83. বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল—
84. Scientists belongs to which gender?
85. যদি তুমি ১ থেকে ১০০ পর্যন্ত গুণতে থাক, তবে এর মধ্যে কতটি ৫ পাবে?
86. ভ্যাকুয়াম টিউব প্রথম কোন কম্পিউটারে ব্যবহার করা হয়?
87. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক পূর্ব বাংলার গর্ভনর নিযুক্ত হোন কবে ?
88. মাইক্রো কম্পিউটার- এর জনক কে?
89. বাতাসের আদ্রর্তা বাড়লে শব্দের বেগ ----
90. What is the noun form of "brief"?
91. বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন গড়ে ওঠে ?
92. ভেলভেট ডিভোর্স এর ফলে কোন দুটি রাষ্ট্র জন্ম নেয়?
93. "টালত মারে ঘর নাহি পড়বাসী ঘরত ভাত নাহি নীতি আবেশি" চর্যাপদের এই দুটি চরণ দ্বারা কি বুঝানো হয়েছে?
94. I have done it.........of times.
95. শাকসবজি মিশ্র ভাষার সঠিক উৎস
96. This is a book of English language. Here the word "English" is-
97. আগস্ট বিপ্লব কোনদেশে সংঘটিত হয়?
98. চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
99. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
100. The opposite gender of teacher is-

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

15 thoughts on “41th BCS Model Test 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =