Model Test 3

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে থাকে। কার দৃষ্টিভঙ্গি একটি ?
2. মূল্যবোধ শিক্ষা কোন উপায়ে প্রতিফলিত হয়?
3. বিজয় Key Board ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?
4. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
5. কুইক লাইম কোনটি?
6. "ত্রয়ী শাসন" বলা হয় কাদের শাসনকে?
7. The minister __ his intention of resigning.
8. ফেনোফথ্যালিন একটি---
9. কীভাবে বুঝা যায় ফসিলটি কত বছরের পুরোনো?
10. ১-১০০ পর্যন্ত গুনলে '১' কতবার আসে?
11. A person who believes easily is called ___
12. বিশ্বব্যাংক সুশাসনের জন্য কতটি সূচক চিহ্নিত করেছেন?
13. Computer এ প্রদত্ত কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
14. হায়ারোগ্লিফিক অর্থ কি?
15. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়,খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয় কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়,কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
16. বাংলাদেশের দক্ষিন- পশ্চিমে কোন নদী অবস্থিত?
17. পার্সেপোলিস শহরটি কে ধ্বংস করেছিল?
18. পরমানুর সবটুকু ভর কোথায় কেন্দ্রীভূত?
19. ভাজক ভাগশেষের ৮ গুণ এবং ভাগফল ভাজকের ৪ গুণ। ভাগশেষ ৯ হলে ভাজ্য কত?
20. নির্মল চর কোথায় অবস্থিত ?
21. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালতের রায় হয় কোন তারিখে?
22. ফোর্বস রিপোর্ট - 2016 অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যাক্তি কে?
23. ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন?
24. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার কততম প্রধানমন্ত্রী ছিলেন?
25. Volvo গাড়ী প্রস্তুতকারক দেশ কোনটি?
26. Democracy always has__
27. Bofors Scandal এর সাথে জড়িত কে?
28. চিলাহাটি সীমান্ত এলাকা কোন জেলায় অবস্থিত?
29. তাওবাদ মতবাদের প্রতিষ্ঠাতা কে?
30. সরোজিনী নাইডু কত সালে জন্মগ্রহণ করেন?
31. আপনার পছন্দের একটি টেলিভিশন প্রোগ্রামের সময় পরিবারের অন্য সদস্যরা আরেকটি বিশেষ প্রোগ্রাম দেখতে আগ্রহী। আপনি তখন কি করবেন?
32. ভূমধ্যসাগরীয় ইউনিয়নের সদস্যদেশ কতটি?
33. OCR means ----
34. ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল?
35. অামেরিকা ইরাক অাক্রমণ করে মার্চ মাসের কত তারিখ?
36. নিচের কোনটি সিলেটের সীমান্তবর্তী স্থান নয়?
37. বর্তমান পুরাতন নামের ক্ষেত্রে কোনটি ভুল?
38. রাদারফোর্ড পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
39. এসিড এ লিটমাস পেপার দিলে কি হয়?
40. প্রতিটি শিশুই যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটি কোন প্রকারের মূল্যবোধ?
41. Key Board এ কতগুলো function key আছে?
42. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
43. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিক গ্যাসকে কি বলে?
44. Cattle is to fodder as fish is to ____
45. আপনার উর্ধ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে আপনার একটু ভুলের জন্য খুব তিরস্কার করলেন। যদিও আপনি সেই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আপনি তখন কি করবেন?
46. ফলুং গং কি?
47. পরমানুতে কোন কোন মৌলিক কনিকার সংখ্যা সমান?
48. Key Board এর কোন বোতাম সম্মতিসূচক কাজ করে?
49. গ্রীষ্মকালীন বৃষ্টিপাতে কোন ফসলটি ভালো হয়?
50. If 37204 stands for PLATO then 043 stands for ;
51. বর্তমানে জনসংখ্যায় এশিয়া মহাদেশে অবস্থান কত তম?
52. পৃথিবীর বৃহৎ হীরক খনি কোথায়?
53. অাইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ তে সর্বাধিক সেঞ্চুরী করে কোন দেশ
54. বাংলাদেশের কুয়েত সিটি নামে পরিচিত কোন অঞ্চল?
55. A --------- is a pointing device.
56. জেকোবিন কি?
57. কিউনিফর্ম লিপিতে লেখা মহাকাব্য 'গিলগামেশ' কোন সভ্যতার রচনা?
58. ১৯৫৯ সালে দালাইলামা অনুসারীদের নিয়ে কোথায় পালিয়ে যান?
59. Follow the ___ of one who is wise.
60. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়?
61. Formulation of performed behavior held by Individual or social group ' সংজ্ঞাটি কার ?
62. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
63. Convention of the extension of Hong Kong Territory - এর মাধ্যমে কি হয়?
64. শিশুরা স্বভাবত____
65. মানবদেহ এর স্বাভাবিক তাপমাত্রা কত ফারেনহাইট?
66. "Grand Old Man of India" বলা হত কাকে?
67. শূন্যস্থান পূরণ করুন।৪___৭ ___৮___৪ = ২৬
68. এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করলে শেষ বর্ণ কি হবে?চ লো আ না য় ত
69. পূর্ব তিমুর কত সালে ইন্দোনেশিয়া দখল করে নেয়?
70. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
71. Cornerstone of peace এবং Statue of peace এ দুটি ভাস্কর্যের মধ্যে মিল কোথায়?
72. কোন ডকুমেন্ট পেস্ট করার কী-বোর্ড কমান্ড ------
73. ____ সম্পদ,সম্পদশালী দেশ জাপানের কম।
74. কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম কি?
75. যেসব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয় , সেসব মূল্যবোধই সামাজিক মূল্যবোধ ।- সংজ্ঞাটি কার ?
76. উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে?
77. সর্বশেষ জি-২০ সম্মেলন কোথায় হয়?
78. প্রাচীন ভারতীয় দার্শনিক কৌটিল্য তাঁর ‘ অর্থশাস্ত্র’ গ্রন্থে সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছেন?
79. নিচের কোনটিতে অসংগতি আছে?
80. বলিশিয়া ভ্যালি কোন জেলায়?
81. কোন নদী বাংলাদেশের উত্তর দিক থেকে প্রবেশ করেছে?
82. বাসাবাড়ি তে সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি?
83. Which is correctly spelt?
84. অাম অাদমি পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
85. একটি ঘড়িতে ৬ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে,ঐ ঘড়িতে ১২ টার সময় ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
86. সাধরণ দৃষ্টিতে মূল্যবোধ কত প্রকার ?
87. People go to hill stations -
88. To select the text by shading as you drug the mouse arrow over the text is known as -----
89. বাংলাদেশে এ যাবতকালে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল?
90. নিচের কোনটি অন্যরকম?
91. রাষ্ট্র একটি _____ সংগঠন।
92. সুশাসনের চালিকাশক্তি কোনটি ?
93. বিয়ে বাড়িতে খাবার পর কোন পানীয় দেওয়া উচিত?
94. Word Processing Software ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে?
95. ফলমূল বা সবজিতে কোন এসিড বিদ্যমান?
96. হাইহিল জুতা পরে নরম মাটির উপর দিয়ে হাটলে জুতা মাটিতে ডেবে যায় কেন?
97. সুশাসনের মূল চাবিকাটি কোনটি ?
98. নিঝুম দ্বীপের আয়তন কত বর্গ কিঃ মিঃ?
99. সাইট্রিক এসিডের সাথে চুনের বিক্রীয়াটি কোন প্রকারের?
100. Key Board এর Shift, Ctrl, Alt কী গুলোকে বলা হয় ----

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

2 thoughts on “Model Test 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =