Model Test 9

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

Please enter your email:

1. পানিতে নৌকার বৈঠা বাকাঁ দেখা যাওয়ার কারণ,আলোর—

 
 
 
 

2. It is impossible to gamble without–

 
 
 
 

3. A home always has

 
 
 
 

4. উপকূলের কোন একটি স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে ব্যবধান হলো —-

 
 
 
 

5. ” সুশাসন ” প্রত্যয়টি ১৯৮৯ সালে কোন সংস্থার সমীক্ষায় সর্বপ্রথম ব্যবহার হয়?

 
 
 
 

6. নিচের কোন উক্তি সঠিক?

 
 
 
 

7. “যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না—উক্তিটি কার?

 
 
 
 

8. International Peace Keeping Mission এ বর্তমানে সৈন্যপ্রেরণে বাংলাদেশের অবস্থান কত?

 
 
 
 

9. সংবিধানের অভিভাবক কে?

 
 
 
 

10. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্্ষিপ্ত নাম কি?

 
 
 
 

11. Select the answer of the word ‘stagflagation’?

 
 
 
 

12. What is the antonym of ‘Queer’ ?

 
 
 
 

13. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?

 
 
 
 

14. কোন ধরনের চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে?

 
 
 
 

15. কিওক্রাডাং এর উচ্চতা প্রায়?

 
 
 
 

16. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

 
 
 
 

17. If I were you, I (handle) the situation more carefully. —— Which of the following verb forms best completes the the above sentence ?

 
 
 
 

18. বি-৫২ কি?

 
 
 
 

19. বর্গমূল করুন : root .09

 
 
 
 

20. Mobile শব্দটির বর্ণমালাগুলোকে কতভাবে সাজানো যায়?

 
 
 
 

21. মন্টেন্ধু কোন দেশের অধিবাসী?

 
 
 
 

22. What is the meaning of ‘Soft Soap’

 
 
 
 

23. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-

 
 
 
 

24. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—

 
 
 
 

25. দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন?

 
 
 
 

26. Choose the Correct sentence

 
 
 
 

27. International Institute on Ageing কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

 
 
 
 

28. বাংলাদেশের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গিয়েছে?

 
 
 
 

29. ৭ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত?

 
 
 
 

30. ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলার একটি দল থেকে ৫ জন পুরুষ এবং ২ জন মহিলার একটি কমিটি কতভাবে বাছাই করা যাবে?

 
 
 
 

31. Vowel গুলি একসাথে রেখে Acclaim শব্দটিকে কতভাবে সাজানো যাবে?

 
 
 
 

32. জাতিসংঘ দিবস পালিত হয়-

 
 
 
 

33. NATO কবে প্রতিষ্ঠিত হয়?

 
 
 
 

34. Choose the correct sentence

 
 
 
 

35. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

 
 
 
 

36. ০.০২ * ০.০০২ * ০.০১ = ?

 
 
 
 

37. জি-৭ এর সদস্য নয় কোন দেশ?

 
 
 
 

38. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে–

 
 
 
 

39. নামিবিয়ার রাজধানী-

 
 
 
 

40. যদি NBMHP -এর অর্থ Mango হয়, তবে MFNPO- এর অর্থ কি?

 
 
 
 

41. ৮,১১,১৭,২৯,৫৩,…পরবর্তী সংখ্যাটি কত?

 
 
 
 

42. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

 
 
 
 

43. আলভী শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে আলভী ৮ম ছাত্র। শ্রেণীকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?

 
 
 
 

44. হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

 
 
 
 

45. ই-মেইল কেলেঙ্কারির সাথে জড়িত কে?

 
 
 
 

46. ঢাকা হতে বরিশাল যাবার পথ ৩টি এবং বরিশাল হতে খুলনা যাবার পথ ৫টি হলে, কত উপায়ে ঢাকা হতে বরিশাল হয়ে খুলনায় যাওয়া যাবে?

 
 
 
 

47. উপকূল কোনো একটি স্হানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো—

 
 
 
 

48. স্বল্প পাল্লার রকেট ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষার জন্য Iron Dome Missile Defense system স্থাপন করেছে কোন দেশ?

 
 
 
 

49. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো—

 
 
 
 

50. কোন তারিখে পিএলও ইসরাইল পারষ্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?

 
 
 
 

51. Which is the noun of the word ‘beautiful’?

 
 
 
 

52. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?

 
 
 
 

53. Choose the Correct sentence

 
 
 
 

54. আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞাপ্রদান করেছেন কে?

 
 
 
 

55. ইংরেজি Law শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে?

 
 
 
 

56. মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি IAEA এর যে প্রোগ্রামে অংশগ্রহণ করেন, তার নাম কি?

 
 
 
 

57. রিওডি জেনিরোতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’- এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো?

 
 
 
 

58. “লালফিতার দৌরাত্ম্য ‘ খুব বেশি কোথায় দেখা যায়?

 
 
 
 

59. ‘Dog days’ means

 
 
 
 

60. বাস্তিল দূর্গের পতন হয়েছিলো-

 
 
 
 

61. ৫ জন ব্যক্তি হতে ৩ সদস্যের একটি কমিটি কত বিভিন্ন উপায়ে বেছে নেয়া যাবে যাতে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় কমিটিতে থাকবে?

 
 
 
 

62. Do not worry , English grammar is not ——– to understand . Which of the following best fits in the blank space ?

 
 
 
 

63. Choose the Correct one

 
 
 
 

64. সর্বোচ্চ ২১ বার এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন কারা ?

 
 
 
 

65. Choose the Correct sentence

 
 
 
 

66. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ—–

 
 
 
 

67. পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়—

 
 
 
 

68. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো—

 
 
 
 

69. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর এ কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

 
 
 
 

70. নিচের চারটা শব্দের মধ্যে কেবলমাত্র ১ টা শব্দ পৃথক। পৃথক শব্দটা চিহ্নিত করুন।

 
 
 
 

71. মিশুকের স্থপতি কে?

 
 
 
 

72. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?

 
 
 
 

73. ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?

 
 
 
 

74. We have recently entered ———- an agreement with the Inland Co- operative Society . – Which of the following best fits in the blank space?

 
 
 
 

75. অাগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের অাগের দিন কি বার ছিল ?

 
 
 
 

76. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

 
 
 
 

77. ১৯,৩৩,৫১,৭৩ — পরবর্তী সংখ্যাটি কত?

 
 
 
 

78. একজন পরীক্ষার্থীকে ১৪ টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম ৫টি থেকে অবশ্যই ৪টি বাছাই করতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারে?

 
 
 
 

79. কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?

 
 
 
 

80. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-

 
 
 
 

81. নাগর যদি মহানন্দার উপনদী হয় তাহলে কুলিখ কার উপনদী?

 
 
 
 

82. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

 
 
 
 

83. ৩, ৩, ৪, ৪, ৫, ৫ সংখ্যাগুলি দিয়ে ৬ অঙ্কের কতগুলি ভিন্ন সংখ্যা গঠন করা যায়?

 
 
 
 

84. এভিকালচার বলতে কি বুঝায়?

 
 
 
 

85. সুনাগরিক হবার শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা?

 
 
 
 

86. বরিশালের প্রাচীন নাম নিচের কোনটি?

 
 
 
 

87. India House is located in-

 
 
 
 

88. নিচের কোন সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত ?

 
 
 
 

89. “Book” শব্দের বর্ণগুলিকে মোট কতভাবে বিন্যস্ত করা যায়?

 
 
 
 

90. একটি পার্টিতে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করায় মোট ৬৬ টি হ্যান্ডশেক হলো। ঐ পার্টিতে মোট কত জন উপস্থিত ছিল??

 
 
 
 

91. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

 
 
 
 

92. দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে?

 
 
 
 

93. ১০টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের মধ্যে প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

 
 
 
 

94. অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?

 
 
 
 

95. ৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে ?

 
 
 
 

96. APPLE” শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে যেখানে P দুটি একত্রে থাকবে না?

 
 
 
 

97. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

 
 
 
 

98. What is the meaning of ‘euphemism’?

 
 
 
 

99. What is the adjective of the word ‘Heart’ ?

 
 
 
 

100. আকাশে বিজলী চমকায়–

 
 
 
 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

3 thoughts on “Model Test 9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =