দুর্যোগ ব্যবস্থাপনাঃ পার্ট- ১

১ . বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র কয়টি
— ৪টি। বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর),মহাখালি , সিলেট ।
২।বাংলাদেশে বর্তমানে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে
>> ৪টি ।ঢাকা,চট্টগ্রাম ,রংপুর ও সিলেট ।
৩ । বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি ?
>> ৩৫টি
৪। বাংলাদেশে বর্তমানে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র
>>২টি।
৫।। বাংলাদেশে বর্তমানে রাড়ার স্টেশন আছে
>>> ৫টি।

৬। বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র আছে
>. ১২টি।
৭। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র
>>> ৪১০টি।
৮। বাংলাদেশে বর্তমানে কতটি স্লাইকোন সেন্টার আছে
>> ১৮৪১টি।
৯। নদী বন্দরের জন্য সতর্ক সংকেত
-৬টি
১০। সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত
.. ১০টি

১১। পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সংকেত
-৮টি।
১২।বাংলাদেশে নদী ভাঙ্গন হয়
-১০০টি উপজেলায়(সবচেয়ে বেশি চাঁদপুর, সিরাজগঞ্জ)
১৩। উপকূলীয় জেলা কয়টি
>> ১৯টি।
১৪।বাংলাদেশের উপকূলীয় সীমা
>> ৭১১/ ৭১৬ কি.মি দীর্ঘ।
১৫‘। বাংলাদেশকে কয়টি ভূমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়
>> ৩টি পর্যায়ে।
১৬। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কাজ করে
>>> ৩টি।

১৭। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয়
>> ২০০৪সালে ।
১৮। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি
> ৩টি। ( পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ, প্রশমন)
১৯। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয় গঠিত হয়
>> ১৩, সেপ্টে, ২০১২।
২০। আবহাওয়া অধিদপ্তর / স্পারসো কোন মন্ত্রাণালয়ের অধীনে
>> প্রতিরক্ষা ( প্রধানমন্ত্রীর) নিয়ন্ত্রণে)

১. বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস
– ১৩ অক্টোবর।
২। SPARSO কবে প্রতিষ্ঠিত হয় ?
– ১৯৮০। আগাঁর গাঁও এ অবস্থিত।
৩। বাংলাদেশে বর্তমানে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি ?
– ৪টি। (চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট।
৪। বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র
-১২টি।
৫। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি?
-২টি।
৬। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়?
– আগারগাঁও ।
৭। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র কয়টি?
-৪১০টি।
৮।দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্যে এবং পর্যায় কয়টি ?
-৩টি।
৯। ঘূণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম
— SPARSO
১০। বাংলাদেশের ভূ-উপকেন্দ্র কয়টি ?
-৪টি।

১১। বাংলাদেশকে কয়টি ভূমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয় ?
-৩টি।
১২। বাংলাদেশে পরিবেশ আদালত কয়টি ?
-৩টি। (ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট। )
১৩। বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়
-১৯৯২ সালে ।
১৪। পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বেড়েছে
-০.৭৪ডিগ্রি সেলসিয়াস ।
১৫। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে
-পূর্ব প্রস্তুতি

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন