রবীন্দ্রনাথ সম্বন্ধে সবচেয়ে বেশিবার যে সকল প্রশ্ন হয়েছে

[৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।

৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।

ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।
১৩। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস।

১৪। একখানি ছোট ক্ষেত আমি একেলা’ এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার?
উত্তরঃ সোনার তরী।

১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উঃ ২ বার।

1 thought on “রবীন্দ্রনাথ সম্বন্ধে সবচেয়ে বেশিবার যে সকল প্রশ্ন হয়েছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =

Scroll to Top