১. ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকিাশিত হয়?
(ক) ১৯০৫ (খ) ১৯৪০ (গ) ১৯৪৪ (ঘ) ১৯৫৫
উত্তর: (গ) ১৯৪৪
২. ‘যে আলোতে কুমুদ ফোটে’ – এককথায় কী হবে?
(ক) কুমুদিন (খ) কৌমুদী (গ) প্রভাবতী (ঘ) বিভা
উত্তর: (খ) কৌমুদী
৩. কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
(ক) তিসি (খ) মালি (গ) লাউ (ঘ) মেয়ে
উত্তর: (গ) লাউ
৪. প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
(ক) ডাক্তারখানা (খ) অনুগমন (গ) দিলখোলা (ঘ) সম্রাট
উত্তর: (ক) ডাক্তারখানা
৫. ‘তিনি কথা বললেন না।’ –বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
(ক) তিনি কথা বলতে চাইলেন না। (খ) তিনি কথা না বলে থাকতে পারলেন না। (গ) তিনি নীরব থাকতে চেষ্টা করলেন। (ঘ) তিনি চুপ করে থাকলেন।
উত্তর: (ঘ) তিনি চুপ করে থাকলেন।
৬. ‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
(ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮
উত্তর: (খ) ৬
৭. শুদ্ধ বাক্য কোনটি?
(ক) সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে। (খ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে। (গ) দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে। (ঘ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
উত্তর: (ঘ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
৮. ‘ইউসুফ–জোলেখা’র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?
(ক) বগুড়া (খ) সিলেট (গ) নদীয়া (ঘ) চট্টগ্রাম
উত্তর: (ঘ) চট্টগ্রাম
৯. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
(ক) কর্ম (খ) ধাতু (গ) প্রত্যয় (ঘ) বিভক্তি
উত্তর: (খ) ধাতু
১০. Transparency শব্দের বাংলা পরিভাষা কী?
(ক) যথার্থতা (খ) নির্ভরযোগ্যতা (গ) স্বচ্ছতা (ঘ) দুর্নীতিদমন
উত্তর: (গ) স্বচ্ছতা
১১. ‘আফতাব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অর্ণব (খ) রাতুল (গ) অর্ক (ঘ) জলধি
উত্তর: (গ) অর্ক
১২. বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) সন্ধি (খ) পদ (গ) কাল (ঘ) কারক
উত্তর: (ঘ) কারক
১৩. অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি?
(ক) ছমছম (খ) ঝমঝম (গ) টিকটিক (ঘ) ঠিক ঠিক
উত্তর: (ক) ছমছম
১৪. ‘আজ চারদিক হতে বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।’ –কার লেখা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) গোলাম মোস্তফা (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: (খ) কাজী নজরুল ইসলাম
১৫. কোন বানানটি প্রমিত?
(ক) পশ্চাদপদ (খ) পশ্চাৎগামী (গ) পশ্চাদ্ভূমি (ঘ) পশ্চাৎবর্তী
উত্তর: (ঘ) পশ্চাৎবর্তী
১৬. বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়?
(ক) সন্ধি (খ) উপসর্গ (গ) কারক (ঘ) প্রত্যয়
উত্তর: (খ) উপসর্গ
১৭. কোনটি বিশেষণ?
(ক) সৎ (খ) একতা (গ) দর্শন (ঘ) জনতা
উত্তর: (ক) সৎ
১৮. ছড়ার ছন্দকে কী বলে?
(ক) স্বরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত (গ) অক্ষরবৃত্ত (ঘ) গদ্যছন্দ
উত্তর: (ক) স্বরবৃত্ত
১৯. ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়?
(ক) ‘অনল প্রবাহ’ (খ) ‘আকাঙ্ক্ষা’ (গ) ‘উদ্বোধন’ (ঘ) ‘নব উদ্দীপনা’
উত্তর: (ক) ‘অনল প্রবাহ’
২০. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রথম খণ্ডের নাম কী?
(ক) জন্মখণ্ড (খ) তাম্বুলখণ্ড (গ) দানখণ্ড (ঘ) রাধাবিরহ
উত্তর: (ক) জন্মখণ্ড
২১. Doctor Faustus is ____
(ক) a comedy (খ) a tragedy (গ) a historical novel (ঘ) an absurd play
উত্তর: (খ) a tragedy
২২. John keats wrote ___
(ক) Ode to the West Wind (খ) Ode on a Grecian urn (গ) Tinter Abbey (ঘ) The Accient Mariner
উত্তর: (খ) Ode on a Grecian urn
২৩. The passive form of the sentence, “Who did the work” is-
(ক) By whom the work was done? (খ) Whom had the work done by? (গ) By whom was the work done? (ঘ) Who was the work done?
উত্তর: (গ) By whom was the work done?
২৪. ২ ঘণ্টা ৪০ মিনিট, ৬ ঘণ্টার কত অংশ?
(ক) ১/৬ (খ) ১/৫ (গ) ৪/৯ (ঘ) ১/২
উত্তর: (গ) ৪/৯
২৫. She succeeded ____ her good work.
(ক) because (খ) since (গ) because of (ঘ) as
উত্তর: (গ) because of
২৬. Choose the correct sentence.
(ক) He resembles like his father. (খ) He resembles with his father. (গ) He resembles his father. (ঘ) He resembles similar to his father.
উত্তর: (গ) He resembles his father.
২৭. Who composed ‘Paradise Lost’?
(ক) John Donne (খ) John Keats (গ) John Dryden (ঘ) John Milton
উত্তর: (ঘ) John Milton
২৮. What is the meaning of ‘French leave’?
(ক) Leave on holidays (খ) Spending time in France (গ) Leave without permission (ঘ) Emergency leave
উত্তর: (গ) Leave without permission
২৯. She works hard. What part of speech is the underlined word?
(ক) Adjective (খ) Adverb (গ) Verb (ঘ) Noun
উত্তর: (খ) Adverb
৩০. The synonym of the word ‘spectacular’ is-
(ক) ugly (খ) spacious (গ) spatial (ঘ) breathtaking
উত্তর: (ঘ) breathtaking
৩১. What type of sentence is ‘Do or die.’
(ক) Complex (খ) Simple (গ) Compound (ঘ) Exclamatory
উত্তর: (গ) Compound
৩২. Charles Dickens was an English ___
(ক) poet (খ) playwright (গ) politician (ঘ) novelist
উত্তর: (ঘ) novelist
৩৩. He as well as his parents ____ spending vacation abroad.
(ক) are (খ) is (গ) will (ঘ) can
উত্তর: (খ) is
৩৪. These books ___ me.
(ক) belongs to (খ) belong to (গ) are belonged by (ঘ) belongs by
উত্তর: (খ) belong to
৩৫. কোনটি অশুদ্ধ বানান?
(ক) Pneumonia (খ) Dyspepsia (গ) Gastitris (ঘ) Diarrhoea
উত্তর: (গ) Gastitris
৩৬. _____ others is a great deed.
(ক) To help (খ) Help (গ) To helping (ঘ) To have helped
উত্তর: (ক) To help
৩৭. Lord of the Flies was written by ___.
(ক) William Shakespeare (খ) William Wordsworth (গ) William Golding (ঘ) T.S. Eliot
উত্তর: (গ) William Golding
৩৮. Do you know the solution ___ the problem.
(ক) of (খ) for (গ) about (ঘ) to
উত্তর: (ঘ) to
৩৯. What does the idiom “take someone to task” mean?
(ক) someone a task to do (খ) To praise someone for his task (গ) To rebuke someone (ঘ) To appoint someone
উত্তর: (গ) To rebuke someone
৪০. Choose the correct spelling.
(ক) Repeatition (খ) Repeatation (গ) Repetition (ঘ) Ripitetion
উত্তর: (গ) Repetition
৪১. I love reading books and ___ football.
(ক) to play (খ) play (গ) playing (ঘ) to have played
উত্তর: (গ) playing
৪২. নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে?
(ক) ইউনিসেফ (খ) ইউনেস্কো (গ) ইউএস (ঘ) এডিবি
উত্তর: (খ) ইউনেস্কো
৪৩. বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?
(ক) লুসাই পাহাড় (খ) সিকিমের পাবর্ত্য অঞ্চল (গ) তিব্বতের মানোস সরোবর (ঘ) নাগা-মনিপুর অঞ্চলের বোরাক নদী
উত্তর: (ক) লুসাই পাহাড়
৪৪. ‘টঙ্ক (Tonk) আন্দোলন’ কি?
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) কৃষক আন্দোলন (গ) প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন (ঘ) কোনটিই নয়
উত্তর: (খ) কৃষক আন্দোলন
৪৫. বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
(ক) মহাস্থানগড় (খ) পাহাড়পুর (গ) ময়নামতি (ঘ) উয়ারীবটেশ্বর
উত্তর: (ক) মহাস্থানগড়
৪৬. বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে?
(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) সংসদ সচিব
উত্তর: (খ) রাষ্ট্রপতি
৪৭. বাংলাদেশের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল?
(ক) ১৯৭৩ (খ) ১৯৭৪ (গ) ১৯৭৫ (ঘ) ১৯৭৬
উত্তর: (ক) ১৯৭৩
৪৮. বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়?
(ক) যুক্তরাষ্ট্র (খ) যুক্তরাজ্য (গ) ফ্রান্স (ঘ) জার্মানি
উত্তর: (ঘ) জার্মানি
৪৯. বর্তমানে অন্তবর্তীকালীন সরকার কখন গঠিত হয়?
(ক) ০৮ আগস্ট ২০২৪ (খ) ১০ আগস্ট ২০২৪ (গ) ১২ আগস্ট ২০২৪ (ঘ) ০৫ আগস্ট ২০২৪
উত্তর: (ক) ০৮ আগস্ট ২০২৪
৫০. বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়?
(ক) ১৯৭১ (খ) ১৯৭২ (গ) ১৯৭৫ (ঘ) ১৯৮০
উত্তর: (গ) ১৯৭৫
৫১. বাংলাদেশের সংবিধানের নাম কি?
(ক) বাংলাদেশের সংবিধান (খ) বাংলাদেশের সাংবিধানিক বিধিমালা (গ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান (ঘ) প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধান
উত্তর: (গ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান
৫২. ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানী বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে?
(ক) নিউইয়র্ক টাইমস (খ) ডেইলি মেইল (গ) ডেইলি টেলিগ্রাফ (ঘ) দ্য ইনডিপেনডেন্ট
উত্তর: (গ) ডেইলি টেলিগ্রাফ
৫৩. বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়?
(ক) ০৫টি (খ) ১০টি (গ) ১৫টি (ঘ) ২০টি
উত্তর: (গ) ১৫টি
৫৪. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?
(ক) মুজিবনগর (খ) থিয়েটার রোড, কলকাতা (গ) করিমগঞ্জ (ঘ) বেনাপোল
উত্তর: (খ) থিয়েটার রোড, কলকাতা
৫৫. নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকান্ড নয়?
(ক) মাছ চাষ (খ) বস্ত্র (গ) পাট (ঘ) সিমেন্ট
উত্তর: (ক) মাছ চাষ
৫৬. বিশ্বস্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে?
(ক) ১৯৯৮ (খ) ২০০৪ (গ) ২০১৪ (ঘ) ২০১৯
উত্তর: (গ) ২০১৪
৫৭. বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি–র) কত শতাংশ কৃষি থেকে আসে?
(ক) ১২.৪০% (খ) ১২.৮৯% (গ) ১৩.০২% (ঘ) ১৩.৩৫%
উত্তর: (গ) ১৩.০২%
৫৮. বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়?
(ক) ১২৬তম (খ) ১৩০তম (গ) ১৩৬তম (ঘ) ১৩৯তম
উত্তর: (গ) ১৩৬তম
৫৯. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত?
(ক) ১৫ (খ) ২৭ (গ) ৩৭ (ঘ) ৩৯
উত্তর: (ঘ) ৩৯
৬০. বাংলামতি কি?
(ক) এক প্রকার ধান (খ) এক প্রকার গম (গ) এক প্রকার আম (ঘ) একটি নদীর নাম
উত্তর: (ক) এক প্রকার ধান
৬১. বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি?
(ক) আবগারি শুল্ক (খ) মূল্য সংযোজন কর (গ) জরিমানা ও শান্তিমূলক ফি (ঘ) উপরের সবগুলো
উত্তর: (ঘ) উপরের সবগুলো
৬২. কোন দেশের গৃহযুদ্ধ কারণে ইউরোপজুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে?
(ক) সিরিয়া (খ) লেবানন (গ) আফগানিস্তান (ঘ) ইরাক
উত্তর: (ক) সিরিয়া
৬৩. কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?
(ক) ব্যাপক বায়ু দূষণ (খ) জলবায়ু পরিবর্তন (গ) ব্যাপক তেল নিঃসরণ (ঘ) পারমানবিক বিস্ফোরণ
উত্তর: (গ) ব্যাপক তেল নিঃসরণ
৬৪. টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশী?
(ক) সক্ষমতা তৈরি (খ) অংশীদারিক (গ) সমতা বিধান (ঘ) উপরের সবগুলো
উত্তর: (ঘ) উপরের সবগুলো
৬৫. কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?
(ক) ইউরোপীয় ইউনিয়ন (খ) এশীয় উন্নয়ন ব্যাংক (গ) বিশ্বব্যাংক (ঘ) উপরের সবগুলো
উত্তর: (ঘ) উপরের সবগুলো
৬৭. কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
(ক) ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ (খ) তেল উৎপাদনকারী দেশসমূহ (গ) এশিয়া ও ইউরোপের দেশসমূহ (ঘ) স্বল্প উন্নত দেশসমূহ
উত্তর: (ক) ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
৬৮. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
(ক) পার্লামেন্ট (খ) কংগ্রেস (গ) সিনেট (ঘ) কোনটিই নয়
উত্তর: (খ) কংগ্রেস
৬৯. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) সেভার্স চুক্তি (খ) লুজেন (Lausamme) চুক্তি (গ) ভার্সাই চুক্তি (ঘ) প্যারিস চুক্তি
উত্তর: (গ) ভার্সাই চুক্তি
৭০. জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
(ক) ইউএনডিপি (খ) ইউনিসেফ (গ) ইউএনএইচসিআর (ঘ) ইউনেস্কো
উত্তর: (গ) ইউএনএইচসিআর
৭১. কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
(ক) ফ্রান্সিস ড্রেক (খ) ফার্ডিনান্ড ম্যাগেলান (গ) ভাস্কো-ডা-গামা (ঘ) ক্রিস্টোফার কলম্বাস
উত্তর: (গ) ভাস্কো–ডা–গামা
৭২. কোন রাষ্ট্রের আইনসভা দ্বি–কক্ষ বিশিষ্ট?
(ক) যুক্তরাষ্ট্র (খ) ভারত (গ) যুক্তরাজ্য (ঘ) উপরের সবগুলো
উত্তর: (ঘ) উপরের সবগুলো
৭৩. ‘সাফটা’ (SAFTA) চুক্তি কত সালে সম্পাদিত হয়?
(ক) ১৯৯৮ (খ) ২০০২ (গ) ২০০৪ (ঘ) ২০০৯
উত্তর: (গ) ২০০৪
৭৪. কে প্রথম ‘গ্লোবাল ভিলেজ’ ধারাটির উপস্থাপন করেন?
(ক) হার্বট মার্শাল ম্যাকলুহান (খ) রবার্ট কিংসলে (গ) হেনরি জি. ম্যাকমিলান (ঘ) ডব্লিউ জি. পেরি
উত্তর: (ক) হার্বট মার্শাল ম্যাকলুহান
৭৫. ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি?
(ক) বাণিজ্যিক (খ) পারমানবিক শক্তি (গ) অর্থনৈতিক (ঘ) কোনটি নয়
উত্তর: (খ) পারমানবিক শক্তি
৭৬. চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (OBOR) কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে?
(ক) এশিয়া, ইউরোপ, আমেরিকা (খ) এশিয়া, আফ্রিকা, আরব (গ) এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা (ঘ) এশিয়া, ইউরোপ, আফ্রিকা
উত্তর: (ঘ) এশিয়া, ইউরোপ, আফ্রিকা
৭৭. আন্তর্জাতিক ওজোন দিবস (International Day for the Preservation of the Ozone Layer) কত তারিখে পালিত হয়?
(ক) ২২ জুলাই (খ) ২৮ জুলাই (গ) ১৭ আগস্ট (ঘ) ১৬ সেপ্টেম্বর
উত্তর: (ঘ) ১৬ সেপ্টেম্বর
৭৮. বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
(ক) ১৮৩ (খ) ১৮৮ (গ) ১৯৩ (ঘ) ১৯৭
উত্তর: (গ) ১৯৩
৭৯. এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ?
(ক) চীন (খ) ভারত (গ) জাপান (ঘ) সিঙ্গাপুর
উত্তর: (গ) জাপান
৮০. জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
(ক) ২৪ অক্টোবর, ১৯৪৫ (খ) ২৮ নভেম্বর, ১৯৪৩ (গ) ২৮ জানুয়ারি, ১৯৪৩ (ঘ) ২৪ ডিসেম্বর, ১৯৪৫
উত্তর: (ক) ২৪ অক্টোবর, ১৯৪৫
৮১. একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
(ক) ১৫-২০% (খ) ২০-২৫% (গ) ৩০-৩৫% (ঘ) ৩৫-৪০%
উত্তর: (খ) ২০–২৫%
৮২. অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
(ক) ১৯১৭ (খ) ১৮৫৭ (গ) ১৮৪৯ (ঘ) ১৭৫৭
উত্তর: (ক) ১৯১৭
৮৩. x/y = y/z হলে, xz/y² এর মান–
(ক) 1 (খ) 0 (গ) 2 (ঘ) y
উত্তর: (ক) 1
৮৪. নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
(ক) ϕ (খ) (ϕ) (গ) {ϕ} (ঘ) {0}
উত্তর: (ক) ϕ
৮৫. একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30° হলে, গাছটির উচ্চতা কত মিটার?
(ক) 26 (খ) 26√3/3 (গ) 26 (ঘ) 78
উত্তর: (ক) 26
৮৬. নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ৭টি
উত্তর: (গ) ৬টি
৮৭. sin(π/6) / cos(π/3) এর সমাধান–
(ক) 1 (খ) 2 (গ) 1/2 (ঘ) √3/2
উত্তর: (ক) 1
৮৮. ১, ৪, ৯, ১৬, ২৫, ….. অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৬৬ (খ) ৪৯ (গ) ৩৬ (ঘ) ৩৪
উত্তর: (গ) ৩৬
৮৯. √11 সংখ্যাটি–
(ক) স্বাভাবিক সংখ্যা (খ) মূলদ সংখ্যা (গ) অমূলদ সংখ্যা (ঘ) জটিল সংখ্যা
উত্তর: (গ) অমূলদ সংখ্যা
৯০. যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP = কত?
(ক) 40 (খ) 38 (গ) 36 (ঘ) 39
উত্তর: (ক) 40
৯১. (1,1), (2,4) এবং (a, -2) বিন্দুত্রয় সমরেখ হলে a এর মান কত?
(ক) 8 (খ) 6 (গ) 4 (ঘ) 7
উত্তর: (ক) 8 [প্রশ্ন/বিকল্পে ত্রুটি রয়েছে]
৯২. y = -x+1 এবং y = x+1 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল–
(ক) 1 (খ) -1 (গ) 0 (ঘ) 2
উত্তর: (খ) -1
৯৩. যদি A ⊂ B এবং B ⊂ A হয় তবে নিচের কোনটি সঠিক?
(ক) A=B (খ) A>B (গ) A
উত্তর: (ক) A=B
৯৪. নিচের চিত্রে BC এর মান কত? [চিত্র: একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ AC=5m, লম্ব AB=4m]
(ক) 9 মিটার (খ) 6 মিটার (গ) 4 মিটার (ঘ) 3 মিটার
উত্তর: (ঘ) 3 মিটার
৯৫. x²-8x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
(ক) 4 (খ) 8 (গ) 12 (ঘ) 16
উত্তর: (ঘ) 16
৯৬. যদি x=0.01 হয়, তবে x² এর মান কত?
(ক) 0.1 (খ) 0.01 (গ) 0.001 (ঘ) 0.0001
উত্তর: (ঘ) 0.0001
৯৭. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ মিটার, ৪ মিটার ও ৫ মিটার হলে, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
(ক) ৬০০০০০ (খ) ৬০০০০ (গ) ৬০০০ (ঘ) ৬০০
উত্তর: (খ) ৬০০০০
৯৮. |x-5| < 3 এর সমাধান–
(ক) 2 < x < 8 (খ) -2 < x < 8 (গ) 2 < x < -8 (ঘ) -8 < x < -2
উত্তর: (ক) 2 < x < 8
৯৯. যদি x+y=15 এবং x-y=5 হয়, তবে xy এর মান কত?
(ক) 25 (খ) 45 (গ) 150 (ঘ) 50
উত্তর: (ঘ) 50
১০০. log2, log4, log8 … ধারাটির অষ্টম পদ কোনটি?
(ক) log256 (খ) log128 (গ) log64 (ঘ) log32
উত্তর: (ক) log256