সফল ভাইভা অভিজ্ঞতা

প্রার্থী ৩৮তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
সালাম দিয়ে প্রবেশ করলাম ১.৩৫ এ।
চেয়ারম্যান স্যারঃ সার্টিফিকেট দেখে বললেন আপনার রেসাল্ট তো ভালই। মাস্টার্স করেছেন কোন সাবজেক্ট এ??

আমিঃ
চেয়ারম্যান স্যারঃ Introduce your self..
আমিঃ-
চেয়ারম্যান ঃ why do you want to join BCS (Administration )?just give me specific reason…
Me: Answered.
Chairman : why we take you for this post??just tell us specific criteria that you have…
Me: Answered
Chairman : Do you think this is enough to take you for this post??
Me: Answered
Chairman sir: Tell us about your cadre choice..
Me: Answered
Chairman sir: Have you got your NOC and medical certificate ?
Me:…
Chairman : Can you narrate about HIV and HYV??
Me: Answered
Chairman : Suppose an Foreign delegate came to your Institute ..Then where will you take him to show??
Me: Answered
Chairman: What is the production capacity of Ruppur Nuclear power plant per day??
Me: Answered
Chairman : Are you sure about this??
Me: Yes sir…
External 1: Can you describe about CPC 1908, CrPc 1898,1971
1961
Me: Answered
External 1: can you explain about section 144 and curfew??
Me: Answered

Chairman: আচ্ছা কারফিউ কোথায় জারি করা হয় আর ১৪৪ ধারা কোথায় জারি করা হয়??
আমিঃ-
চেয়ারম্যান ঃ ১৪৪ ধারা জারি করে কে??আপনি জারি করতে পারবেন??
আমিঃ
চেয়ারম্যান স্যারঃ কারফিউ কে জারি করে??কেন করে?
আমিঃ –
চেয়ারম্যান ঃ আচ্ছা ধরুন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কোথায় দায়িত্ব পালন করতে গেছেন।কিন্তু উত্তেজিত জনতা আপনাকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে মারছে।এখন আপনি কি করবেন??
আমিঃ উত্তর দিলাম।স্যার সন্তুষ্ট না।বললেন আরো কিছু বলুন।শেষে হাল ছেড়ে দিলাম সরি স্যার বলে

এক্সটার্নাল ২ঃ আপনি তো কৃষি ক্যাডার এ আছেন।হাইব্রিডাইজেশনের সংগা দিন
আমিঃ
এক্সটার্নাল ২ঃ পুরো প্রসেসটা বলুন
আমিঃ
এক্সটার্নাল ২ঃ একটা কালো কাগজ দেখিয়ে বলুন তো এটার কালার কনট্রাস্ট কি কি কালার??
আমিঃউত্তর
এক্সটার্নাল ২ঃ আপনি কি প্রশাসনে আসতেই চান?
আমিঃ

চেয়ারম্যান ঃ কালার কনট্রাস্ট নিয়ে কিছু বলেন
আমিঃ
চেয়ারম্যান ঃ একটা পিক দেখিয়ে এটার একটা ক্যাপশন দিয়ে যান যাতে মানানসই হয়
আমিঃ
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা ঠিক আছে।আপনি এখন আসুন
আমি সালাম দিয়ে দরজার সামনে চলে আসার পর চেয়ারম্যান স্যার আবার ডাকলেন।
চেয়ারম্যান ঃ আপনার পোস্টিং যেন কোথায়??
আমিঃ শেরপুর
চেয়ারম্যান ঃসাবেক কৃষি মন্ত্রীর এলাকা।উনাকে চেনেন??
আমিঃ জ্বি স্যার।
চেয়ারম্যান ঃ আচ্ছা উনার দুই একটা characteristics বলেন তো
আমিঃ..
চেয়ারম্যান ঃ উনি কি কোন ধানের চারা নিয়ে এসেছিলেন দেশেঃ
আমিঃ না স্যার,চারা না বীজ।
চেয়ারম্যান ঃ কি ধানের বীজ??সেই ধানের বৈশিষ্ট্য কি কি??
আমিঃ
চেয়ারম্যান ঃ কেন সেটা জনপ্রিয় হয়নি তা জানেন?
আমিঃ..
চেয়ারম্যান ঃ স্টেরিলিটি কি?? কেন হয়??
আমি-

এক্সটার্নাল ২ঃ স্যার মেয়েটা দাড়িয়ে দাড়িয়ে উত্তর দিচ্ছে।
চেয়ারম্যান ঃ ও আচ্ছা,আপনি আসুন।
আমি বের হয়ে চলে আসলাম। এসে দেখি ২.১০ বাজে। পি এস সি এর গেটে কেউ নেই, আমি একা একা বের হয়ে চলে আসলাম

তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 9 =