রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত তথ্য

পিতা-মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
মাতা- সারদা দেবী
পিতামহ- প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
পরিবারে অবস্থান- বাবা মা’র চতুর্দশ সন্তান ও অষ্টমপুত্র।
স্ত্রী-ভবতারিনী দেবী, পরিবর্তিত নাম মৃণালিনী দেবী।
জন্ম- ৭ মে ১৮৬১ খ্রিস্টাব্দ; ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ।
জন্মস্থান- কলকাতার জোড়াসাকোঁ, পৈতৃক নিবাস খুলনা।
মৃত্যু- ৭ আগস্ট, ১৯৪১ খ্রিস্টাব্দ, ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।
প্রথম কবিতা- হিন্দুমেলার উপহার (১৮৭৪)
প্রথম প্রকাশিত নাটক- বাল্মিকী প্রতিভা (১৮৮১)
প্রথম প্রকাশিত কাব্য- কবি কাহিনী

প্রথম কাব্য- বনফুল (পত্রিকায় প্রকাশিত)
প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩)
প্রথম রচিত উপন্যাস- করুণা (১৮৭৭)
প্রথম প্রকাশিত ছোট গল্প – ভিখারিনী (১৮৭৪)।
প্রবন্ধ- বিবিধপ্রসঙ্গ (১৮৮৩)
সম্পাদক- মাসিক সাধনা (১৮৯৪), ভারতী, বঙ্গদর্শন
উপাধি- বিশ্বকবি। ছদ্মনাম- ভানুসিংহ।
নাইট উপাধি লাভ- ১৯১৫ সালে।
নাইট উপাধি বর্জন- ১৯১৯ সালে। ইংরেজ কর্তৃক পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।
নোবেল পুরস্কার পান- গীতাঞ্জলি কাব্যের জন্য (১৯১৩ সালে) (গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ‘ংড়হম ড়ভভবৎরহমং’)
পুরস্কার ও সম্মাননা- নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৩৬)।

এক নজরে রবীন্দ্রনাথের সৃষ্টি 

কাব্যগ্রন্থ – ৫৬
উপন্যাস – ১২
ছোটগল্প – ১১৯
নাটক – ২৯
কাব্যনাট্য – ১৯
ভ্রমণকাহিনী – ৯
গান – ২২৩২
চিঠিপত্র – ১৩
গীতিপুস্তক – ৪

সাহিত্যকর্ম 
কাব্যগ্রন্থ-
বনফুল(১৮৭৫)
সন্ধ্যাসংগীত (১৮৮২
প্রভাতসংগীত (১৮৮৩)
ছবি ও গান (১৮৮৪
শৈশব সংগীত (১৮৮৪
প্রকৃতির প্রতিশোধ (১৮৮৬)
ভানুসিংহ ঠাকুরের পদাবলী (১৮৮৪)
কড়ি ও কোমল (১৮৮৬)
মানসী (১৮৯০)
সোনারতরী (১৮৯৪)
চিত্রা (১৯৯৬)
চৈতালী (১৮৯৬)
কথা (১৯০০)
কাহিনী (১৯০০)
ক্ষণিকা (১৯৯৯)
কল্পনা (১৯৯৯)
নৈবেদ্য (১৯০১)
স্মরণ (১৯০২-০৩)
শিশু (১৯০৬)
খেয়া (১৯০৬)
গীতাঞ্জলি (১৯১০)
উৎসর্গ (১৯১৪)
গীতিমাল্য (১৯১৫)
বলাকা (১৯১৬)
পূরবী (১৯২৫)
মহুয়া (১৯২৯)
বনবাণী (১৯৩১)
পুনশ্চ (১৯৩২)
শ্যামলী (১৯৩৬)
বিচিত্রিতা (১৯৩৩)
শেষ সপ্তক (১৯৩৫)
বীথিকা (১৯৩৫)
পত্রপুট (১৯৩৬)
খাপছাড়া (১৯৩৭)
ছড়া ও ছবি (১৯৩৭)
প্রান্তিক (১৯৩৮)
সেঁজুতি (১৯৩৮)
প্রহাসিনী (১৯৩৯)
আকাশ প্রদীপ (১৯৪০)
নবজাতক (১৯৪০
সানাই (১৯৪০)
রোগশয্যায় ((১৯৪০)
আরোগ্য (১৯৪১)
জন্মদিনে (১৯৪১)
শেষ লেখা(১৯৪১)

উপন্যাস-
মালঞ্চ (রোমান্টিক- ১৯৩৪)
রাজর্ষি (ঐতিহাসিক- ১৮৮৭)
গোরা (রাজনৈতিক- ১৯১০)
দুইবোন(রোমান্টিক- ১৯৩৩)
বৌ ঠাকুরাণীর হাট (ঐতিহাসিক-১৮৮৩)
চোখের বালি (সামাজিক- ১৯০৩)
নৌকাডুবি (সামাজিক- ১৯০৬)
শেষের কবিতা (কাব্যধর্মী- ১৯২৯)
ঘরে বাইরে (রাজনৈতিক- ১৯১৬)
চার অধ্যায় (রাজনৈতিক- ১৯৩৪)
চতুরঙ্গ (রোমান্টিক- ১৯১৬)
যোগাযোগ(সামাজিক- ১৯২৯)
– আরো দুইটি উপন্যাস. যেগুলোকে স্বার্থক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় না- করুণা ও প্রজাপতির নিবন্ধ।

প্রবন্ধ
আত্মশক্তি (১৯০৫)
ভারতবর্ষ (১৯০৬)
স্বদেশ (১৯০৮)
শিক্ষা (১৯০৮)
রাজা প্রজা (১৯০৮)
ধর্ম (ধর্ম বিষয়ক- ১৯০৯)
শান্তি নিকেতন (১৯০৯)
মানুষের ধর্ম (১৯৩৩)
পরিচয় (১৯১৬)
কালান্তর (প্রবন্ধ সংকলন- ১৯৩৭)
সভ্যতার সংকট (১৯৪১)
বিচিত্র প্রবন্ধ।

গল্পগ্রন্থ-
ছোটগল্প
গল্পগুচ্ছ
গল্পসল্প
সে

নাটক-
রুদ্রচণ্ড (কাব্যনাট্য-১৮৮১)
রাজা ও রানী (১৮৯৬)
বাল্মীকি প্রতিভা (গীতিনাট্য- ১৮৮১)
চিত্রাঙ্গদা (নাট্যকাব্য- ১৮৯২)
মুকুট (১৯০৮)
প্রকৃতির প্রতিশোধ (গীতিনাট্য- ১৮৮১)
প্রায়শ্চিত্ত (১৯০৯)
রাজা (সাংকেতিক- ১৯২৬)
চিরকুমার সভা (কমেডি-১৯২৬)
অচলায়তন (সাংকেতিক-১৯২৬)
ডাকঘর (১৯১২)
রক্তকরবী (সাংকেতিক- ১৯১৬)
মুক্তধারা (সাংকেতিক-১৯২৫)
কালের যাত্রা (সাংকেতিক- ১৯৩২)
বিসর্জন (১৮৯১)
বসন্ত (১৯২৩)

প্রবন্ধ সাহিত্য-
প্রাচীন সাহিত্য (১৯০৭)
সাহিত্য (১৯০৭)
আধুনিক সাহিত্য (১৯০৭)
লোক সাহিত্য (১৯০৭)
সাহিত্যের পথে (১৯৩৬)
সাহিত্যের স্বরূপ (১৯৪৩)

ভ্রমণ কাহিনী-
রাশিয়ার চিঠি (১৯৩১)
য়ুরোপ প্রবাসীর ডায়েরী (১৮৯১)
জাপান যাত্রী (১৯১৯)
য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১)

জীবন কথা-
ছেলে বেলা (১৯৪০
জীবন স্মৃতি (১৯১২)
পথের সঞ্চয় (১৯৩৯)।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =