বিখ্যাত বাংলা গানের গীতিকার, সুরকার ও শিল্পী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি….
গীতিকারঃ আবদুল গাফফার চৌধুরী।
সুরকারঃ আলতাফ মাহমুদ।

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ..
শিল্পীঃ শাহনাজরহমতুল্লা।
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার।
সুরকারঃ আলাউদ্দিন আলী।

জয় বাংলা বাংলার জয়….
গীতিকারঃ মাজহারুল আনোয়ার।
সুরকারঃ আনোয়ার পারভেজ।

সবকটা জানালা খুলে দাও না…
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন।
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল।
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু।

আমি বাংলায় গান গাই …..
গীতিকার, সুরকার ও মূল শিল্পি ভারতীয় গায়ক ও কবি প্রতুল মুখোপাধ্যায়।

একতারা তুই দেশের কথা…..
গীতিকারঃ গাজী মাজহারুলআনোয়ার।
সুরকারঃ আনেয়ার পারভেজ।
মূল শিল্পিঃ শাহনাজ রহমতুল্লাহ।

এই পদ্মা এই মেঘনা….
শিল্পীঃ আবু জাফর/ ফরিদা পারভীন, গীতিকার/ সুরকারঃ আবু জাফর।

একবার যেতে দেনা আমায়…
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ।
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার।
সুরকারঃ আনোয়ার পারভেজ।

এক সাগর রক্তের বিনিময়ে….
মূলশিল্পীঃ স্বপ্না রায়।
সুরকারঃ আপেল মাহমুদ।
গীতিকারঃ গোবিন্দ হালদার।

মানুষ মানুষের জন্যে ….
গীতিকার, সুরকার ও শিল্পীঃ ভূপেন হাজারিকা।
বাংলারূপান্তরঃ শিবদাস বন্দ্যোপাধ্যায়।

কফি হাউজ এর সেই আড্ডাটা আজ….
শিল্পীঃমান্না দে।
গীতিকারঃগৌরীপ্রসন্ন মজুমদার।
সুরকারঃসুপর্ণকান্তি ঘোষ।

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে….
গীতিকারঃ গোবিন্দ হালদার।
সুরকার ও শিল্পীঃ আপেল মাহমুদ।

এক নদী রক্ত পেরিয়ে…..
গীতিকার ও সুরকারঃ খান আতাউর রহমান।
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ।

সালাম সালাম হাজার সালাম…
সুরকার, শিল্পীঃ মহম্মদ আবদুল জব্বার।
গীতিকারঃ ফজলে খুদা।

তুমি কি দেখেছ কভু জীবনের….
শিল্পীঃ মহম্মদ আবদুল জব্বার
গীতিকারঃ মোহাম্মদ মনিরুজ্জামান।
সুরকারঃ সত্য সাহা।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =