বাংলাদেশ রিভিশনঃ ৩য় খণ্ড

১। ‘ছিয়াত্তরের মন্বন্তর ‘ বাংলা কোন সনে হয়েছিল? – ১১৭৬সালে (ইংরেজি-১৭৭০)
[‘ছিয়াত্তরের মন্বন্তর’-এর সময় বাংলার গর্ভনর ছিলেন – কার্টিয়ার]
২। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন? – ১৭৬৫ সালে
৩। উপমহাদেশে ১ম রাজস্ব বোর্ড করেন– ওয়ারেন হেস্টিংস
৪। ‘পাঁচশালা’ বন্দোবস্ত চালু করেন- ওয়ারেন হেস্টিংস
৫। দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন- ওয়ারেন হেস্টিংস
৬। ‘ইন্ডিয়ান সিভিল সার্ভিস’ চালু করেন- লর্ড কর্নওয়ালিস
৭।’ দশসালা’ বন্দোবস্ত চালু করেন- লর্ড কর্নওয়ালিস
৮। চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করেন- লর্ড কর্নওয়ালিস
৯। বাংলায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত ‘ প্রবর্তন করা হয় কোন সালে?- ১৭৯৩ সালের ২২ মার্চ
১০। ‘সূর্যাস্ত আইন’ পাস হয় কার আমলে? – লর্ড কর্নওয়ালিস

১১। ‘অধীনতামূলক মিত্রতা ‘ নীতির প্রবর্তক – লর্ড ওয়েলেসলি
১২। টিপু সুলতান ছিলেন – মহীশূরের শাসনকর্তা
১৩। লর্ড উইলিয়াম বেন্টিংক “সতীদাহ প্রথা’ রহিত করেন- ১৮২৯ সালের ৪ ডিসেম্বর
১৪। ভারতবর্ষে ‘পাশ্চাত্য শিক্ষা’র প্রসারে সর্বপ্রথম আইন পাস করে – লর্ড উইলিয়াম বেন্টিংক
১৫। উপমহাদেশে ইংরেজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন – লর্ড ডালহৌসি
১৬। ‘স্বত্ব বিলোপ ‘নীতির প্রয়োগ করেন – লর্ড ডালহৌসি
১৭। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম টেলিগ্রাম লাইন স্থাপন করে – লর্ড ডালহৌসি
১৮। ১৮৫৩ সালে কে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন?- লর্ড ডালহৌসি
১৯। লর্ড ডালহৌসি ‘বিধবা বিবাহ আইন ‘ পাস করেন – ১৮৫৬ সালের ২৬ জুলাই
২০। বিধবা বিবাহ প্রচলনে সক্রিয় ভূমিকা পালন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২১। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল- ১৭৫৭-১৮৫৮ পর্যন্ত
২২। উপমহাদেশে ১ম কাগজের মুদ্রা চালু করেন – লর্ড ক্যানিং
২৩। ১৮৬১ সালে কে পাক-ভারত উপমহাদেশে সর্বপ্রথম পুলিশ সার্ভিস চালু করেন? – লর্ড ক্যানিং
২৪। ১৮৭২ সালে কার আমলে ভারতবর্ষে ১ম আদমশুমারী অনুষ্ঠিত হয়েছিল? – লর্ড মেয়ো
২৫। কোন গভর্নর জেনারেল একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন – লর্ড লিটন
২৬। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য কতসালে ‘হান্টার কমিশন’ গঠিত হয়েছিল? – ১৮৮২ সালে
২৭। ভারতীয় বিচারক কর্তৃক ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করেন – লর্ড রিপন (ইলবার্ট বিল)
২৮। ভারতে ১ম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন – লর্ড রিপন
২৯। বঙ্গভঙ্গ হয়- ১৯০৫ সালে
৩০। বঙ্গভঙ্গ করেন- লর্ড কার্জন

৩১। পূর্ব বাংলা ও আসামের১ম লেফটেন্যান্ট গর্ভনর ছিলেন – ব্যামফিল্ড ফুলার
৩২। কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার ‘ইম্পেরিয়াল লাইব্রেরি ‘ প্রতিষ্ঠা করেন – লর্ড কার্জন
৩৩। বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ সালে
৩৪। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন- রাজা পঞ্চম জর্জ
৩৫। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন – ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ
৩৬। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন – লর্ড মাউন্টব্যাটেন
৩৭। ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন- এটলি
৩৮। অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন – স্যার ফ্রেডরিক জন বারোজ
৩৯। স্যার সাইবিল রেডক্লিফ-এর নেতৃত্বে গঠিত ‘রেডক্লিফ কমিশন’ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন।
৪০। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন – ওয়ারেন হেস্টিংস

৪১। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৮৫৭সালে
৪২। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে বিদ্রোহ হয়েছিল – ফকির বিদ্রোহ
৪৩। ফকির বিদ্রোহের নেতা- মজনু শাহ
৪৪। চাকমা বিদ্রোহ হয় – ১৭৭৭সালে
৪৫। তিতুমীরের প্রকৃত নাম- সৈয়দ মীর নিসার আলী
৪৬। তিতুমীর ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেন- নারিকেলবাড়িয়ায়
৪৭। ১ম বাঙালি হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্রধারণ করে শহীদ হন- তিতুমীর
৪৮। ফরায়জী আন্দোলনের প্রবক্তা – হাজী শরীয়তুল্লাহ
৪৯। হাজী শরীয়তউল্লাহ জন্মগ্রহণ করেন – মাদারীপুর
৫০। ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী ‘- কার কথা? – দুদু মিয়া

৫১। সাঁওতালদের বিদ্রোহের বিজয়ের দিন- ১৮৫৫ সালের ১৬ জুলাই
৫২। ‘এনফিল্ড ‘ নামক বন্দুকের ব্যবহার শুরু হয়- ১৮৫৬ সালে
৫৩। ১৮৫৭ সালের ২৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সিপাহীরা ১ম বিদ্রোহ করে।
৫৪। সিপাহী বিদ্রোহের সময় বাংলায় সিপাহি মঙ্গলপাণ্ডে এবং হাবিলদার রজব আলী নেতৃত্ব দেন।
৫৫। বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার সদরঘাটের লক্ষীবাজারে অবস্থিত।
৫৬। বাহাদুর শাহ পার্ক এর পূর্বনাম – ভিক্টোরিয়া পার্ক
৫৭। ইউরোপে শিল্পবিপ্লব হয়- অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে
৫৮। নীল প্রতিরোধ আন্দোলনের প্রথম প্রবাদ পুরুষ – সর্দার বিশ্বনাথ
৫৯। তৎকালীন নদীয়া, বর্তমানে বাংলাদেশের ‘যশোর ‘ জেলায় চৌগাছায় সর্বপ্রথম বিদ্রোহ দেখা দেয়- বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে।
৬০। নীল বিদ্রোহ হয় – ১৮৫৯-১৮৬২সালে

৬১। নীল বিদ্রোহের অবসান ঘটে – ১৮৬২ সালে
৬২। ফরায়জী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল – ফরিদপুর
৬৩। ঢাকায় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থানের নাম- বাহাদুর শাহ পার্ক
৬৪। উপমহাদেশের ১ম রাজনৈতিক দল কোনটি?- সর্বভারতীয় জাতীয় কংগ্রেস
৬৫। কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় – ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর
৬৬। কংগ্রেসের প্রতিষ্ঠাতা- অ্যালান অক্টোভিয়ান হিউম
৬৭। উপমহাদেশের ১ম মুসলিম রাজনৈতিক দল কোনটি? – সর্বভারতীয় মুসলিম লীগ
৬৮। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ১৯০৬সালের ৩০ডিসেম্বর
৬৯। মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন – নবাব স্যার সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার-উল-মুলুক
৭০। মুসলিম লীগ কোন শহরে প্রতিষ্ঠিত হয়? – ঢাকায়
৭১। স্বদেশী আন্দোলনের মূলনেতা- সুরেন্দ্রনাথ ব্যানার্জী
৭২। স্বদেশী আন্দোলনের ৩য় পর্যায়ের প্রধান কর্মসূচী – বয়কট বা বিলাতী পণ্য বর্জন
৭৩। ঢাকার ‘অনুশীলন সমিতি ‘ এবং কলকাতার ‘যুগান্তর পার্টি’ ছিলো বৈপ্লবিক আন্দোলনের দুই প্রধান শক্তিশালী সংগঠন।
৭৪। ক্ষুধিরামকে ফাঁসি দেওয়া হয়।
৭৫। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন।
৭৬। বাংলার সশস্ত্র আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা।
৭৭। মাস্টার দা সূর্যসেন ১৯৩০সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন।
৭৮। ১৯৩২সালে প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলীর রেলওয়ে ক্লাব আক্রমণ।
৭৯। ১৯৩৪ সালের ১২ জানুয়ারী চট্টগ্রামে সূর্যসেনের ফাঁসি হয়।
৮০। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়- ১৯১৯ সালের ১৩ এপ্রিল

৮১। কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়?- জেনারেল ডায়ার
৮২। খিলাফত আন্দোলন শুরু হয়- ১৯১৯ সালে
৮৩। খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ – মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, ডা. আনসারী, আবুল কালাম আজাদ প্রমুখ।
৮৪। অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক- মহাত্মা গান্ধী
৮৫। বেঙ্গল প্যাক্ট (বাংলা চুক্তি) হয়- ১৯২৩ সালে
৮৬। সাইমন কমিশন হয়- ১৯২৭ সালে
৮৭। সাইমন কমিশন রিপোর্ট পেশ করে- ১৯৩০ সালে
৮৮। অবিভক্ত বাংলায় ১ম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৩৭ সালে
৮৯। অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী- এ.কে. ফজলুল হক
৯০। ‘ফ্লাউড কমিশন’ হয়- ১৯৩৮ সালে
৯১। বঙ্গীয় চাষী খাতক আইন প্রবর্তন হয়- ১৯৩৮ সালে
৯২। অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন – এ.কে. ফজলুল হক
৯৩। ঢাকায় ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন – এ.কে. ফজলুল হক
৯৪। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা – মুহম্মদ আলী জিন্নাহ
৯৫। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয়- ১৯৪০ সালের ২৩ মার্চ
৯৬। ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়- ১৯৪০ সালের ২৪ মার্চ
৯৭। কোন প্রস্তাবটি ভারতবর্ষের ইতিহাসে ‘পাকিস্তান প্রস্তাব ‘ বলে পরিচিত? – লাহোর প্রস্তাব
৯৮। ক্রিপস মিশন কতসালে হয়েছিল? – ১৯৪২ সালে
৯৯। কার নেতৃত্বে ‘ভারত ছাড়’ আন্দোলন সংঘটিত হয়?- মহাত্মা গান্ধী

১০০। ‘পঞ্চাশের মন্বন্তর ‘ কবে হয়?- ১৯৪৩ সালে (বাংলা – ১৩৫০ সাল)
১০১। তেভাগা আন্দোলনের নেত্রী – ইলা মিত্র
১০২। কোথায় ‘তেভাগা আন্দোলন’ এর তীব্র রূপ লাভ করে? – দিনাজপুর ও রংপুর
১০৩। ভারতে ক্যাবিনেট মিশন (মন্ত্রী মিশন) হয়- ১৯৪৬ সালে
১০৪। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী – হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১০৫। মহাত্মা গান্ধী নোয়াখালীতে আসন – ১৯৪৬ সালের ৭ নভেম্বর
১০৬। পাকিস্তানের ১ম গভর্নর জেনারেল – মোহাম্মদ আলী জিন্নাহ
১০৭। পাকিস্তানের ১ম প্রধানমন্ত্রী – লিয়াকত আলী খান
১০৮। পূর্ব পাকিস্তানের (পূর্ব বাংলা) মুখ্যমন্ত্রী- খাজা নাজিমুদ্দিন
১০৯। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (বাংলাদেশ আওয়ামী লীগ) প্রতিষ্ঠিত হয় – ২৩ জুন, ১৯৪৯
১১০। আওয়ামিলীগ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি – মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
১১১। আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক – শামসুল হক
১১২। আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক – শেখ মুজিবুর রহমান
১১৩। ধর্ম নিরপেক্ষতা চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫৫ সালে দলের নাম পরিবর্তন করে ‘ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ‘ রাখা হয়।
১১৪। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়- ১৯৫০ সালে
১১৫। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে – ১৯৫০ সালে
১১৬। এদেশে সরকারি ভাষা হিসেবে ‘ইংরেজি ‘ চালু হয়- ১৮৩৫ সালে
১১৭। ‘তমদ্দুন মজলিস ‘ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর গঠিত হয়।
১১৮। তমদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা- অধ্যাপক আবুল কাশেম
১১৯। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ‘ প্রকাশ করে – তমদ্দুন মজলিস
১২০। ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ‘ গঠিত হয়- ১৯৪৮ সালে

১২১। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন?- কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত
১২২। ১৯৪৮ সালের ২ মার্চ কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ‘ গঠিত হয়।
১২৩। ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ১১মার্চ ‘ভাষা দিবস’ হিসাবে পালন করা হতো।
১২৪। ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’ হয়- ১৯৪৯ সালে
১২৫। ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’র সভাপতি ছিলেন – মওলানা আকরম খাঁ
১২৬। কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক হিসাবে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ‘ গঠিত হয়- ৩১জানুয়ারী, ১৯৫২
১২৭। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর বাংলা তারিখ – ৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ।
১২৮। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী দিনটি ছিল – বৃহস্পতিবার
১২৯। ভাষা সৈনিক – আবদুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন, আবদুল জব্বার, ওহিউল্লাহ (শিশু) প্রমুখ শহীদ হন। ভাষা সৈনিক শফিউর রহমান মৃত্যুবরণ করেন ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারী।
১৩০। ভাষা আন্দোলন অব্যাহত ছিল – ১৯৫৬ সাল পর্যন্ত
১৩১। পাকিস্তানের জাতীয় পরিষদে কার দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে? – ফরিদপুরের আদেলউদ্দিন আহমেদ
১৩২। কতসালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?- ১৬ ফেব্রুয়ারী, ১৯৫৭
১৩৩। কতসালে বাংলাদেশের জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়? – ১৯৮৭ সালে
১৩৪। পৃথিবীর কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? – সিয়েরালিওন
১৩৫। ১৯৫২ সালের ভাষা আন্দোলন চলাকালীন সময়ে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন – মালিক গোলাম মোহাম্মদ
১৩৬। ভাষা আন্দোলন চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন- খাজা নাজিমুদ্দিন
১৩৭। ভাষা আন্দোলন চলাকালীন পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন – নুরুল আমিন
১৩৮। ইউনেস্কো ৩১তম বৈঠকে ভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য একুশে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ” হিসাবে স্বীকৃতি দেয়- ১৭ নভেম্বর, ১৯৯৯
১৩৯। কত সালে থেকে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? – ২০০০ সাল থেকে (১ম বর্ষেই বিশ্বের ১৮৮টি দেশ পালন করেছে)
১৪০। ইউনেস্কো কতসালে ‘একুশে পদক’ লাভ করে? – ২০০৩ সালে

১৪১। বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? – সিয়েরালিওন
১৪২। যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
১৪৩। যুক্তফ্রন্টে রাজনৈতিক দল সংখ্যা – ৪টি
১৪৪। ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল – নৌকা
১৪৫। যুক্তফ্রন্ট ২১দফার ভিত্তিতে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলো।
১৪৬। একুশ দফার ১ম দাবী- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করা।
১৪৭। নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে কতটি আসন লাভ করে? – ২২৩টি
১৪৮। যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী ছিলেন – এ.কে. ফজলুল হক
[পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার ১ম মুখ্যমন্ত্রীর নাম কি?- এ.কে. ফজলুল হক]
১৪৯। যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় শেখ মুজিবুর রহমানের মন্ত্রণালয় ছিল – কৃষি, সমবায়, পল্লি উন্নয়ন মন্ত্রণালয়
১৫০। যুক্তফ্রন্ট মন্ত্রীসভার স্থায়িত্ব ছিল – ৫৬ দিন
১৫১। যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ভেঙে দেওয়া হয়- ১৯৫৪ সালের ৩০ মে
১৫২। যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ভেঙে দেন-গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

মোঃ দেলোয়ার হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ডেমরা কলেজ, ঢাকা -১৩৬০।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =