University Wits এর নাট্যকারদের নাম মনে রাখার টেকনিক

University Wits:- ১৫৭৬ সালে অর্থাৎ ষোড়শ শতকের শেষে Christopher Marlowe এর হাত ধরে একটি দলের উদ্ভব হয়েছিল যারা নাটক লিখত অাবার সেই নাটক লন্ডনের বিভিন্ন মঞ্চে তারা নিজেরাই পারফর্ম করতেন এদেরকেই University Wits বলা হত।

University Wits গণ হলেন:-

১. Christopher Marlowe
২. Robert Greene
৩.Thomas kyd
৪. John Lyly
৫. George Peele
৬. Thomas Nashe

এদের এভাবে মনে রাখতে পারেন:-

ইংল্যান্ডের নাট্যমঞ্চে ক্রিস্টোফার মারলোই ছোট ছোট গ্রীন কিড লিলি পিলির সাথে নাচে!!!

এবার মিলিয়ে নিন:-
১.মারলোই= #Christopher Marlowe
২. গ্রীন= #Greene=Robert Greene

৩.কিড= #Kyd=Thomas Kyd

৪. লিলি= #Lyly=John Lyly

৫. পিলি= #Peele=George Peele

৬.নাচে= #Nashe=Thomas Nashe

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন