Metaphysical Poetry এর কবিগণের নাম

সতেরশো শতাব্দীতে ইংরেজি সাহিত্যে একদল কবির উদ্ভব হয়েছিল যারা মূলত ভালোবাসা ও ধর্মকে উপজীব্য করে গীতি কবিতা রচনা করতেন।বিখ্যাত কবি ও সমালোচক স্যামুয়েল জনসন হারিয়ে যাওয়া সতের শতকের এসব কবিদের অাধ্যাত্বিক কবি বা Metaphysical poet হিসেবে অাখ্যায়িত করেছেন। Metaphysical Poet গণের মধ্যে John Donne ছিলেন অন্যতম। মূলত তিনিই অাধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে #Father_of_Metaphysi­cal_poetry বলা হয়। তাঁর কবিতায় ভালোবাসার এক অন্যন্য অনুভূতি পাওয়া যায় বলে তাকে #Poet_of_Loveও বলা হয়। ইংরেজি সাহিত্যে তিনি #Religious_poet নামেও পরিচিত।

Metaphysical poetry এর কবিগণ হলেন:-
#John Donne
#George Herbert
#Andrew Marvelll
#Cowely
#Henry Vaughan

তাদেরকে এভাবে মনে রাখতে পারেন:- Don kills a bird, hen & a cow with a marble.
এবার মিলিয়ে নিন:-
#Don=John_Donne
#bird=bert=Herbert
#Marble=Andrew_Marve­l
#Cow=Cowley
#hen=Henry_Vaug_han

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন