Noun, Adjec­tive & Adverb

Adjective:
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।(Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number, and size of noun or pronoun. Simply, it describes nouns or pronouns.)

যেমন :
✪ Rina is a beautiful girl. (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
✪ He has three red pens. (Pronoun এর সংখ্যা বুঝাচ্ছে)
✪ S M Shamim Ahmed is sick. (Noun এর অবস্থা বুঝাচ্ছে)

Adjective এর প্রকারভেদ : Adjective প্রধানত পাঁচ প্রকার ।
যথাঃ
১.Adjective of quality or,qualitative Adjective (গুনবাচক বিশেষণ)
২.Adjective of quantity or quantitative adjective (পরিমাণ বাচক বিশেষণ )
৩.Adjective of number or numeral adjective( সংখ্যা বাচক বিশেষণ )
৪.Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ )
৫. Proper Adjective (নির্দিষ্ট নামবাচক বিশেষণ )

Adjective চিনার উপায়ঃ যদি শব্দের শেষে সাধারণত
এছাড়া ing যুক্ত verb,verb এর past participle adj হিসেবে কাজ করে।এছাড়া noun এর সাথে ly,y যোগ করে adj গঠন করা হয়।যেমন: greed +y=greedy,might+y=mi­ghty, home +ly=homely। verb এর সাথে ly যুক্ত করেও adj হয়।love+ly=lovely, come+ly=comely।

বিঃদ্রঃ
কি দ্বারা প্রশ্ন করে noun পাওয়া যায়,কেমন দ্বারা প্রশ্ন করে adj পাওয়া যায়।

শব্দের শেষে al,ic,able, ous,ish,ed,y,ry, ant, ent, le, ful, er, est, ive, ইত্যাদি থাকলে উহা Adjective হয়। শব্দের পূর্বে more/most/less/­least থাকলে,উহা Adjective হয়।

Adjective চেনার আরেকটি সহজ উপায় পদ্ধতিঃ
Verb -এর কাছে – কেমন?, কত?, কতটুকু?- প্রভৃতি প্রশ্নের উত্তরে সহজেই Adjective পাওয়া যায়।
যেমনঃ enough ,Beautiful, good, whole, selfish, fertile, learned, drinkable, great , Important,needy, two, necessary identical,mandatory,­ particular, cautious, sportive,sporadic ইত্যাদি।
Example in sentence:
His friend will not do illegal matter.
Bangladesh is an agricultural country.

বিঃদ্রঃ
এছাড়া ing যুক্ত verb,verb এর past participle adj হিসেবে কাজ করে।
আবার noun এর সাথে ly,y যোগ করে adj গঠন করা হয়।
যেমন:
King+ ly = Kingly
Friend+ly = Friendly
greed +y=greedy,
might+y=mighty,
Month +ly = Monthly
home +ly=homely.
verb এর সাথে ly যুক্ত করেও adj হয়।
love+ly=lovely,
come+ly =comely।

Adverb:

Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। এটি কখন? /কোথায়? / কিভাবে? / কি উপায়ে? / এবং কি পরিমাণে? এই প্রশ্নগুলোর উত্তর দেয়। (An adverb is a word that describes a verb, adjective or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when?/where?/how?/ in what way?/ and to what extent?)
Example :
The girl speaks fluently in English.
ব্যাখাঃ এখানে “fluently” বর্ণনা করছে “the girl” কিভাবে English এ কথা বলছে । তাই এটি একটি adverb.
More Example :
The man goes quickly.
The boy walks slowly.
We work hard.
বিঃদ্রঃ Adj +ly=adv. যেমন: proper +ly=properly , vigilant +ly=vigilantly. কিভাবে, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করে adv পাওয়া যায়।Also,too,not,nev­er,ever,yet,just,rec­ently, already, ago,here,there ইত্যাদি শব্দগুলো adv।
মনে রাখবেন, noun এর পূর্বে adj,adj এর পূর্বে adv বসে।আরও মনে রাখবেন, বাক্যে position অনুুযায়ী এক পদ অন্য পদে পরিণত হতে পারে। অামরা সাধারনত জানি যে ly যুক্ত শব্দ adverb হয়।সাধারনত adjective এর সাথে ly যুক্ত হলে adverb হয়। অন্যদিকে noun এর সাথে ly যুক্ত হলে তা adjective হয়।

চলুন দেখি কিছু উদাহরন দেখে আসিঃ beautiful, perfect, quick, slow, happy, bad এগুলো সব adjective. এগুলোর সাথে ly যুক্ত করুন। beautifully, perfectly, quickly, slowly,happily,badly­ এগুলো কি বলুনতো? এগুলো হল adverb।

অারো কিছু দেখুনঃ
man – manly, friend- friendly, love – lovely. এগুলো কি বলুনতো? এগুলো কিন্তু adverb নয়। তাহলে কি? এগুলো adjective. কারন এদের মুল man, friend, love এগুলো কি? এগুলো হল noun.
তাই manly, friendly, lovely এগুলো সব adjective. ly থাকা সত্ত্বেও adjective এমন কিছু চমক নিচে দেখুন ===
noun এর সাথে ly,y যোগ করে adj গঠন করা হয়।

যেমন:
King+ ly = Kingly
Friend+ly = Friendly
greed +y= greedy,
might+y= mighty,
Month +ly = Monthly
home +ly= homely.
coward+ly= cowardly
brother+ly= brotherly
week +ly= weekly,
year +ly= yearly
heaven+ly= heavenly
time +ly= timely
world+ly= worldly
verb এর সাথে ly যুক্ত করেও adj হয়।
love+ly= lovely,
come+ly = comely
etc. কেমন লাগল???

→Problem with ‘Parts of Speech’
Adjective এবং Adverb গঠনের দুটি Confusing নিয়ম।

(1).Noun+y/ly= Adjective
Example:
→Noun+y=Adjective
*Salt(Noun)+y= Salty(Adj)
*Health(Noun)+y= Healthy(Adj)
*Wealth(Noun)+y= Wealthy(Adj)

→Noun+ly=Adjective
*Friend(Noun)+ly= Friendly(Adj)
*Man(Noun)+ly= Manly(Adj)
*Heaven(Noun)+ly= Heavenly(Adj)
এরূপ Icy, Muddy, Bloody, Snowy, Fatherly, Motherly, Sisterly, Homely,Godly, Cowardly, Kingly,Weekly, Monthly, Yearly etc.

(2).Adjective+ly= Adverb
Example:
*Slow(Adj)+ly= Slowly(Adv)
*Vigilant(Adj)+ly= Vigilantly(Adv)
*Normal(Adj)+ly= Normally(Adv)
*Careful(Adj)+ly= Carefully(Adv)
এরূপ Regularly, Formally, Actually, Really, Continuously, Simultaneously, Recklessly, Randomly, Rarely, Scarcely, Hardly, Finally etc.

#N.B: সাধারণত আমরা যে ভুলটি করি তা হল একটি Word এর শেষে ‘ly’ থাকলেই তাকে Adverb হিসেবে বিবেচনা করতে শুরু করি। এটা সত্যি যে যেসব Word এর শেষে ‘ly’ যুক্ত থাকে তার বেশিরভাগই Adverb. তবে তা নিশ্চিত হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আগে দেখতে হবে ‘ly’ কি ‘Noun’ এর শেষে যুক্ত হয়েছে নাকি ‘Adjective’ এর শেষে যুক্ত হয়েছে। যদি ‘ly’ একটি ‘Noun’ এর শেষে যুক্ত হয় তবে ‘ly’ যুক্ত Word টি হবে ‘Adjective’ এবং যদি ‘ly’ একটি ‘Adjective’ এর শেষে যুক্ত হয় তবে ‘ly’ যুক্ত Word টি হবে ‘Adverb’.

S M Shamim Ahmed

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =