Bangladesh Krishi Bank Officer Question Solution [2004]

All human resource recruitment process of all government bank under Banker’s Selection Committee Secretariat(BSCS). BSCS is a committee of Bangladesh Bank are recruit all human resource of all government bank of Bangladesh government. Here is Bangladesh Krishi Bank Officer Question Solution 2004. Before attend bank job recruitment examination you need to know the question pattern of any job examination. Maximum government bank job recruitment examination are taken by Dhaka University or Ahsanullah University of Science and Technology. So, I posted Bangladesh Krishi Bank Officer Question Solution 2004 under Bank Question Solution of bcsstudy.com

All Bank question solution is available in bcsstudy.com. In this available all bank question solution pdf download file. BSCS repeated a number of questions from previous year’s exam question. That’s why, Bangladesh Krishi Bank Officer Question Solution 2004 is also important for every government bank exam. Given bellows Bangladesh Krishi Bank Officer Question Solution 2004.

Bangladesh Krishi Bank Officer Question Solution 2004 with accuracy

১) পর পর বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন করাকে কি বলা হয় ?
শস্য চক্র
শস্য পর্যায়
 শস্য ক্রম
শস্য বিকাশ

২) মসলা ফসল চাষে কৃষকদের অধিক উৎসাহিত করা উচিত কেন ?
সারা বছর চাষের সম্ভাবনা
অধিক পুষ্টিমান
 মাঠ ফসলের তুলনায় মুনাফা অধিক
উৎপাদন উপকরণের প্রাচুর্য

৩) কি কি ধরনের বীজতলা হয় ?
 শুকনা, ভিজা, দাপগ, ভাসমান
শুকনা, ভিজা, দাপগ, রোপা
শুকনা, ভিজা, রোপা , ভাসমান
শুকনা, ভিজা, সমতল, ভাসমান

৪) ফসল কাটার পর গাছ থেকে বীজ পৃথকীকরণের প্রক্রিয়ার নাম কি ?
উত্তোলন
ঝাড়াই
 মাড়াই
সঞ্চালন

৫) নিম্নোক্ত ধাপগুলোর মধ্যে কোনটি পর্যায়ক্রম অনুসারে সঠিক ?
 বীজ বাছাই, বীজ শোধন, বীজ বপন
বীজ শোধন, বীজ বাছাই, বীজ বপন
বীজ বাছাই, বীজ বপন, বীজ শোধন
বীজ শোধন, বীজ বপন, বীজ বাছাই

) ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম ?
বেলে মাটি
 দোআঁশ মাটি
এঁটেল মাটি
পলি মাটি

) কোন সারের প্রভাব পরের মৌসুমে কম থাকে ?
 ইউরিয়া
টিএসপি
এমপি
জিঙ্ক সালফেট

) কোন সার ব্যবহার করলে মাটির অম্লতা বৃদ্ধি পায় ?
জৈব সার
ইউরিয়া
 অ্যামোনিয়াম সালফেট
জিঙ্ক অক্সাইড

) কর্ষণের ফলে মাটিতে কি বৃদ্ধি পায় ?
পানির পরিমাণ
সারের পরিমাণ
 তাপমাত্রা
আগাছা

১০) নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি ?

হাড়ের গুঁড়া

গৃহস্থালি ছাই

 সরিষার খৈল

মাছের কাঁটা

All Bangladesh Krishi Bank Officer Question Solution

১১) সাধারণ জৈব সার কোনটি ?

বাদামের খৈল

 কম্পোষ্ট

তিলের খৈল

শুকনো রক্ত

১২) সার প্রয়োগ পদ্ধতি কিসের ভিত্তিতে নির্ধারণ করা যায় ?

মাটির সংযুক্তি অনুসারে

মাটির বুনট অনুসারে

মাটির তাপ অনুসারে

 পুষ্টি উপাদান অপচয় কমানোর চাহিদার ভিত্তিতে

১৩) সিঞ্চন বা স্প্রে পদ্ধতিতে কোন সার প্রয়োগ করা যায় ?

এসএসপি

অ্যামোনিয়াম সালফেট

গৌণ উপাদান সার

 জিঙ্ক সালফেট

১৪) হাঁসমুরগির বিষ্ঠা কি কাজে লাগে ?

 পুকুরে মাছের খাদ্য

কোয়েলের খাদ্য

পশুর খাদ্য

ছাগলের খাদ্য

১৫) কোন মাটিতে পানির প্রবেশ্যতা বেশি ?

 দানাদার মাটি

লাঙ্গল স্তর মাটি

এঁটেল মাটি

পলি মাটি

১৬) উপকূলীয় বনভূমির প্রধান উপকারিতা কোনটি ?

জ্বালানি কাঠ সরবরাহ

বন্যপ্রাণী ও পাখির আশ্রয়স্থল

 ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রতিরোধ

বিদেশী পর্যটকদের আকর্ষণ

১৭) সমতলভূমির বনের প্রধান গাছ কি ?

কেওড়া

সুন্দরী

শাল

 সেগুন

১৮) বাংলাদেশের সেচ ব্যবস্থায় কোন ধরনের সেচ প্রকল্পের অবদান বেশি ?

 ক্ষুদ্র সেচ প্রকল্প

বৃহৎ সেচ প্রকল্প

ক্ষুদ্রতর সেচ প্রকল্প

মাঝারি সেচ প্রকল্প

১৯) গঙ্গাকপোতাক্ষ সেচ প্রকল্পটি কোন ধরনের ?

সেচ ও বন্যা নিয়ন্ত্রণ

সেচ ও পানি নিষ্কাষন

 সেচ , বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাষন

বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাষন

২০) পলি মাটিতে কোন শস্য ভালোভাবে চাষ করা যায় ?

 ধান

পাট

আখ

সরিষা

২১) উদ্যানতাত্ত্বিক ফসলের বৈশিষ্ট্য হলো

 এক সাথে মাঠের সব ফসল সংগ্রহ করা যায় না

প্রতিনিয়ত পরিদর্শনের প্রয়োজন নেই

কাঁচা অবস্থায় বাজারজাত করা যায় না

সাধারণত প্রতিটি গাছের আলাদা করে পরিচর্যা করতে হয় না

২২) সব ধরনের ফসল চাষের জন্য কোনটি সত্য নয় ?

জমির উপরিভাগ সমান করে নেয়া প্রয়োজন

আগাছা সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে

জমি চাষের পর কিছুদিন ফেলে রাখা দরকার

 জৈব পদার্থের পচন মিশ্রণ হতে দেয়া যাবে না

২৩) আমাদের দেশের মাটিতে সুষম সার প্রয়োগের ক্ষেত্রে মূলত লক্ষ্য রাখতে হবে কোন উপাদানসমূহের দিকে ?

 নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, জিঙ্ক, সালফার

নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, হাইড্রোজেন

নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, সালফার

নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, হাইড্রোজেন

২৪) সরিষা বাংলাদেশের তেল ফসলের শতকরা কত যোগান দেয় ?

২৫%

 ৩৫%

৭০%

৮৫%

২৫) বীজ বপন বা রোপণএর সময়সীমা কম বেশি হতে পারে কি কারণে ?

সেচ সুবিধা পাওয়ার জন্য

প্রাকৃতিক দুর্যোগ এড়াতে

উচ্চ বাজার মূল্য পাওয়ার জন্য

 উপরিউক্ত সব কারণে

২৬) গ্রামীণ বনায়নের সুবিধাসমূহের মধ্যে কোনটি অন্তর্গত নয় ?

 দীর্ঘদিন জ্বালানি কাঠ উৎপাদন

ফসলের জমির বিকল্প ব্যবহার

জমি থেকে নিয়মিত আয়ের ব্যবস্থা

জমির উর্বরতা সংরক্ষণ

২৭) অম্লযুক্ত মাটির পিএইচ (pH)-এর মান কত থাকে ?

৭-এর উপরে

৭ থেকে ১৭-এর মধ্যে

 ৭-এর নিচে

০-এর নিচে

২৮) শিম গাছ কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে ?

 মাটির নাইট্রোজেন ধরে রেখে

মাটির হাইট্রোজেন ধরে রেখে

মাটির পটাসিয়াম ধরে রেখে

মাটির কার্বন-ড্রাই-অক্সাইড ধরে রেখে

২৯) মাটির নিচের বাঁশের কন্দকে প্রচলিত ভাষায় কি বলে ?

থোড়

গিঁট

মোচা

 মোথা

৩০) নিম্নোক্ত কোন কোন পদ্ধতিতে নার্সারিতে বপনের পূর্বে বীজ প্রক্রিয়াকরণ করা যায় ?

 পানিতে ভাসিয়ে, স্তূপ প্রক্রিয়ায়, এসিডে ভিজিয়ে

পানিতে ভিজিয়ে, স্তূপ প্রক্রিয়ায়, ক্ষারে ভিজিয়ে

পানিতে ভাসিয়ে, ছেঁচা প্রক্রিয়ায়, এসিডে ভিজিয়ে

পানিতে ভাসিয়ে, ছেঁচা প্রক্রিয়ায়, ক্ষারে ভিজিয়ে

৩১) সাধারণত কি কি প্রকারের কলম হয় ?

 ছেদ, গুটি, জোড়, চোখ

কর্তন, দাবা, জোড়, চোখ

ছেদ, দাবা, বিজোড়, চোখ

ছেদ, গুটি, বিজোড়, চোখ

৩২) একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য শক্তির স্বীকৃত চাহিদার পরিমাণ কত ?

 ৩০০০ ক্যালোরি

৩০০ ক্যালোরি

৩০০০ মিলিগ্রাম

৩০০ মিলিগ্রাম

৩৩) বাংলাদেশে অনেকগুলো শীতকালীন সবজির বীজ উৎপাদন সম্ভব না হওয়ার কারণ কি ?

অতিরিক্ত গরম

অতিরিক্ত আর্দ্রতা

 স্বল্পমেয়াদি শীতকাল

আগাম শীতকাল

৩৪) ‘…………….. মাটির পানিধারণ ক্ষমতা …………. হওয়ার ঘন ঘন সেচ দিতে হবে ( শূন্যস্থান পূরণ করার জন্য নিম্নোক্ত কোন শব্দজোড় ব্যবহার করতে হবে চিহ্নিত করুন )

দো-আঁশ; বেশি

দো-আঁশ; কম

বেলে; বেশি

 বেলে; কম

৩৫) জমিতে পানির অভাব হলে মাটির রঙ কি রকম হয় ?

হালকা

গাঢ়

কালচে

 বাদামি

৩৬) ধান চাষের জন্য কোন পদ্ধতির সেচ উপযোগী ?

 বর্ডার পদ্ধতি

চেক মেশিন পদ্ধতি

খাদ্য পদ্ধতি

ফোয়ারা পদ্ধতি

৩৭) বাংলাদেশেরডেটামকোথায় ?

চট্রগ্রামে

কক্সবাজারে

 সমুদ্রপৃষ্ঠে

হিরণ পয়েন্টে

৩৮) কোন পাম্প সেচ কাজে বেশি ব্যবহৃত হয় ?

রোটারি পাম্প

প্রপেলার পাম্প

 সেন্ট্রিফিউগাল পাম্প

লিফট পাম্প

৩৯) যে যন্ত্রের সাহায্যে বায়ু চাপকে কাজে লাগিয়ে তরল বা বায়বীয় পদার্থকে নিম্নচাপযুক্ত স্থান হতে উচ্চ চাপযুক্ত স্থানে প্রবাহিত করা হয় তাকে কি বলে ?

মোটর

 পাম্প

ডায়নামো

সেচযন্ত্র

৪০) ভোলটামিটার দিয়ে কি মাপা হয় ?

তড়িৎ

 বিভব পার্থক্য

তাপমাত্রা

তড়িৎ ফ্লাক্স

৪১) কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের পদ্ধতির নাম কি ?

পরিবহন

পরিচলন

 বিকিরণ

পরিক্রমণ

৪২) ত্রিভুজের ক্ষেত্রফল সমান কোনটি ?

১/২ × ভূমি × প্রস্থ

 ১/২ × ভূমি × উচ্চতা

২ × ভূমি × প্রস্থ

২ × ভূমি × উচ্চতা

৪৩) কোন পোকা বীজ সংরক্ষণের সময়, বীজের মাধ্যমে মাঠ থেকে গুদামে এসে সুপ্ত বা বংশবিস্তার করে এবং পরে বীজ বপনের পর মাঠের গাছকে আক্রমণ করে ?

মৌমাছি

 সুতলী পোকা

মাজরা পোকা

কেঁচো

৪৪) আলোর ফাঁদ কি ?

যে বক্সে আলো আটকিয়ে রাখা যায়

যে বক্সে আলো ঢুকলে এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়

 পোকা আকর্ষণ করে আটকানোর জন্য বিভিন্ন আলো

উপরোক্ত কোনোটিই নয়

৪৫) ‘Sex Feromones’ ব্যবহার করে কোন জাতীয় কীটকে আকৃষ্ট করে মেরে ফেলা হয় ?

 সুতলী পোকা, বোরার, উইভিল ইত্যাদি পোকা

সুতলী পোকা, বোরার, উইভিল ইত্যাদি স্ত্রী পোকা

পুরুষ মৌমাছি

রানী মৌমাছি

৪৬) পোকা রোগ দমনে তরল পাউডার জাতীয় ঔষধ ছিটালে, পানির পরিমাণ লাগবে

একর প্রতি ১৮৭ লিটার

একর প্রতি ২২৭ লিটার

একর প্রতি ২৮৭ লিটার

 উপরোক্ত কোনোটিই নয়

৪৭) কেউ কীটনাশক খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হলে , নিম্নোক্ত কোনটি করা ঠিক নয় ?

চেতন অবস্থায় বমি করানো

 পানি দুধ পান করানো

অবচেতন অবস্থায় বমি করানো

মুখ দিয়ে না খাওয়ানো

৪৮) অনেক কৃষক শস্য মাড়াই করার আগে শস্য কণা ঘরের ছাদে জমিয়ে রাখে এর কারণ হলো

ধোঁয়া ও তাপের ফলে কীটপতঙ্গ ধ্বংস হয়

আগুনের উত্তাপে শস্যকণা শুষ্ক থাকে

নতুন কীটপতঙ্গের আক্রমণ থেকে শস্যকণা মুক্ত থাকে

 উপরোক্ত তিনটিই সঠিক

৪৯) কোন আগাছা মানুষের ঔষধরূপে ব্যবহৃত হয় ?

 ধুতুরার পাতা বীজ

কালো সরিষার বীজ

কেশুটির শিকড়

উপরোক্ত তিনটিই সঠিক

৫০) ‘Roguing’ কাকে বলে ?

মই দিয়ে আগাছা পরিষ্কার করা

নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করা

 হাত দিয়ে আগাছা টেনে তোলা

গরম পানি দিয়ে আগাছা মেরে ফেলা

৫১) নিচের কোনটির পরিমাণ বেশি হলে মাটির গুণাগুণ এবং উর্বরতা বৃদ্ধি পায় ?

স্থল বালিকণা

 জৈব পদার্থ

পানি

কর্দম কণা

৫২) কোন মাটিতে কমলালেবুর চাষ ভালো হয় ?

অধিক অম্ল মাটিতে

 মৃদু অম্ল মাটিতে

অধিক ক্ষারীয় মাটিতে

উপরিউক্ত কোনোটিই নয়

৫৩) গোলাপেরস্কেল পোকাদমনের উত্তম উপায় কোনটি ?

ডালপালা ছাঁটাই করে ‘ম্যালাথিয়ন ৫৭’ স্প্রে করা

ডালপালা ছাঁটাই করে ‘ডায়াজিন ৬০’ স্প্রে করা

উপরিউক্ত যে কোনোটি

 উপরিউক্ত কোনোটিই নয়

৫৪) প্রথম বীজলটের অঙ্কুরোদগম ক্ষমতা ৮৫% এবং বিশুদ্ধতা ৯৫% ; দ্বিতীয় বীজলটের অঙ্কুরোদগম ক্ষমতা ৯০% এবং বিশুদ্ধতা ৮০% কোন বীজলটটি অপেক্ষাকৃত ভালো ?

 প্রথমটি

দ্বিতীয়টি

উভয়ই সমান

নির্ণয় করা যায় না

৫৫) নির্দিষ্ট কি অনুযায়ী বীজ গ্রহণ যোগ্য হলে লেবেল প্রদান করা যায় ?

অঙ্কুরোদগম ক্ষমতা

জাত বৈশিষ্ট্য

 বীজমান

বর্ধন ক্ষমতা

৫৬) বীজ গজানোর জন্য অপরিহার্য

নাইট্রোজেন , পানি, আলো, তাপমাত্রা

হাইড্রোজেন , পানি, আলো, তাপমাত্রা

কার্বন-ডাই-অক্সাইড, পানি, আলো, তাপমাত্রা

 অক্সিজেন , পানি, আলো, তাপমাত্রা

৫৭) বীজ সংরক্ষণের মূলমন্ত্র কি ?

 বীজ শুকানো ঠান্ডা রাখা

ভালোভাবে পরিস্কার করা

ভালোভাবে মাড়াই করা

বীজ মাচায় তুলে রাখা

৫৮) টমেটো চারা রোপণের উপযুক্ত সময় কোনটি ?

ডিসেম্বর-জানুয়ারি

মার্চ-এপ্রিল

জুলাই-আগষ্ট

 অক্টোবরনভেম্বর

৫৯) কখন ধান কাটার উপযুক্ত সময় ?

ধান গাছ সোনালী বর্ণ ধারণ করলে

 ধানের শীষের ৮০% পরিপক্ক হলে

পরিপক্ক ধানে ১৮-২০% পানি থাকলে

উপরিউক্ত কোনোটিই নয়

৬০) পুষ্ট বীজ চিহ্নিত করার উপায় কি ?

 পানি ভরা পাত্রে রাখলে পানির নিচে জমাকৃত বীজ

পানি ভরা পাত্রে রাখলে পানিতে ভাসমান বীজ

আকারে বড় বীজ

আকারে ছোট বীজ

৬১) নিম্নোক্ত কোনটি সঠিক নয় ?

 কেঁচোর মল মাটির উর্বরতা নষ্ট করে

কেঁচোর চলাচল মাটিতে পানির অনুপ্রবেশ বৃদ্ধি করে

কেঁচোর চলাচল মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে

কেঁচোর চলাচল মাটিতে শিকড়ের বৃদ্ধি ঘটায়

৬২) কুমড়া জাতীয় ফলরেড পাম্পকিন বীটলদ্বারা আক্রান্ত হলে তা কিভাবে বোঝা যায় ?

পাতা জালের মতো হয়

পাতার কিনার মোড়ানো থাকে

 পাতার শিরা খাওয়া থাকে

পাতার গোড়া খাওয়া থাকে

৬৩) পাটেরবিছা পোকাদমনের উপায় কি ?

আক্রান্ত গাছ ধ্বংস করা

 ডিম দলবদ্ধ কীড়া বাছাই বিনষ্ট করা

ক্ষেতে পাখি বসার ব্যবস্থা করা

ক্ষেতে রঙ ছিটিয়ে দেয়া

৬৪) ‘পামরী পোকা‘- কীড়া শতকরা ৭৫৯২ ভাগ সহজে ধ্বংস করার উপায় কি ?

দানাদার কীটনাশক ব্যবহার করা

আক্রান্ত গাছ উপড়িয়ে ফেলা

তরল কীটনাশক ব্যবহার করা

 আক্রান্ত পাতার অগ্রভাগ কেটে বিনষ্ট করা

৬৫) ধানেরগলমাছিদমনের উত্তম উপায় কি ?

 ডিমের গাদা বিনষ্ট করা

আলোর ব্যবহার করা

আক্রান্ত পাতা কেটে বিনষ্ট করা

অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

৬৬) উন্নত জাতের কোন শ্রেনীর গাভী , আমাদের দেশের আবহাওয়া উপযুক্ত নয় ?

হলস্টেইন

জার্সি

শাহীওয়াল

 উপরিউক্ত কোনটিই নয়

৬৭) গাভীরক্ষুরা রোগকোন জীবানু দ্বারা সংক্রমিত হয় ?

ভাইরাস

 ব্যাকটেরিয়া

প্রোটোজোয়া

ছত্রাক

৬৮) দৈনিক ১০ লিটার দুধ উৎপাদনকারী গাভীর জন্য প্রতিদিন কত কেজি কাঁচা ঘাস খাওয়ানো উচিত ?

৫ কেজি

 ১৫ কেজি

২০ কেজি

২৫ কেজি

৬৯) জন্মের পর কত সপ্তাহের মধ্যে পুরুষ ছাগল খাসী করানো উচিত ?

প্রথম সপ্তাহ

 দ্বিতীয় সপ্তাহ

পঞ্চম সপ্তাহ

ষষ্ঠ সপ্তাহ

৭০) খাঁচায় মুরগি পালন করলে কোন ভিটামিনের অভাব দেখা দেয় ?

ভিটামিন ‘এ’

 ভিটামিনবি

ভিটামিন ‘সি’

ভিটামিন ‘ডি’

৭১) চলিত ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য জোর আন্দোলন চালিয়ে ছিলেন কে ?

প্যারীচাঁদ মিত্র

কালীপ্রসন্ন সিংহ

 প্রমথ চৌধুরী

রবীন্দ্রনাথ ঠাকুর

৭২) The topography of a country refers to its :

Climatic factors like air, light etc.

 Surface features like hills, rivers, valleys etc

Varieties of crops like high yielding rice, traditional ptoatoes etc

Soil conditions like alluvial soil, sandy soil etc

৭৩) Multi cropping practice means growing :

different crops on the same piece of land in different seasons

only one crop, over and over again on the same piece of land

 more than one crop during the same season

cultivating only profitable crops

৭৪) What is the purpose of multi-cropping practice ?

To expand our cultivable land

 To retain the fertility and productivity of land f

To use high yielding crops effectively

To sow and harvest crops easily

৭৫) একটি দ্রবণে সোডিয়াম ক্লোরিনের অনুপাত ২ঃ৩ উক্ত দ্রবণে ২০০ গ্রাম সোডিয়াম ১০০ ক্লোরিন যোগ করলে , সোডিয়াম ক্লোরিনের অনুপাত ৩ঃ২ উক্ত দ্রবণে প্রাথমিক অবস্থায় কি পরিমাণ সোডিয়াম ছিল ?

২৪০ গ্রাম

২০০ গ্রাম

৬০ গ্রাম

 ৪০ গ্রাম

৭৬) বায়ুমন্ডলে কি কি ক্ষতিকারক পদার্থ দূষণ সৃষ্টি করে ?

 ক্লোরিন, ফ্লোরিন

অক্সিজেন, নাইট্রোজেন

শীসা , গন্ধক

উপরিউক্ত কোনোটিই নয়

৭৭) সবুজ বিপ্লব কৃষি জৈব কৃষির মূল পার্থক্য কি ?

খাদ্য উৎপাদন বৃদ্ধি

উচ্চফলনশীল জাতের শস্য চাষ

রাসায়নিক সারের ব্যবহার

 স্বাস্থ্যসম্মত চাষাবাদ পদ্ধতি অনুসরণ

৭৮) বাংলাদেশের মোট এলাকার কত শতাংশ বনভূমি ?

২৫.২৮%

 ১৫.৭৮%

৭.৪৮%

২.১৫%

৭৯) বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?

মেঘনা – ধনাগোদা প্রকল্প

কর্ণফুলি সেচ প্রকল্প

বরিশাল সেচ প্রকল্প

 গঙ্গাকপোতাক্ষ সেচ প্রকল্প

৮০) কোনো দ্রব্যের যোগানের চেয়ে চাহিদা বেশি হলে

দ্রব্যের দাম কমবে

 দ্রব্যের দাম বাড়বে

দ্রব্যের দাম স্থির থাকবে

দ্রব্যের দাম শূন্য হবে

৮১) মুঘল সাম্রাজ্যের সময় তৈরি কোন স্থাপত্য শিল্পে ফুলসহ ফুলদানির নকশা দেখা যায় ?

কুতুব মিনার

 লালবাগের কেল্লা

তাজমহল

বড় কেল্লা

৮২) সাধারণত বড় আকারের ফুল পাওয়ার জন্য কোন ধরনের গাছের ডগা কেটে বা খুঁটে দেয়া হয় ?

বৃক্ষ জাতীয় গাছ

 গুল্ম জাতীয় গাছ

বিরুৎ জাতীয় গাছ

লতা জাতীয় গাছ

৮৩) ফুলচাষে, বর্ষাকালে সেচের চেয়ে কোন কাজের দিকে বেশি খেয়াল রাখা উচিত ?

 নিকাশ

ছাঁটাই

নিড়ানি

মালচিং

৮৪) লনকে সজীব, সুন্দর দীর্ঘস্থায়ী রাখার জন্য প্রতি বছর বর্ষা শেষে লনের উপর কি ছিটিয়ে দেয়া উচিত ?

 পচা গোবর পলি মাটির মিশ্রণ

ইউরিয়া

পাতা পচা সার

চুন

৮৫) চির সবুজ গাছে কোন সময় Pruning করা হয় ?

সুপ্তাবস্থায়

 ফল সংগ্রহের সময়

গাছের বৃদ্ধির সময়

বছরের যে কোনো সময়

৮৬) লেবু কোন ধরনের মাটি পছন্দ করে ?

ক্ষারীয়

 অম্লীয়

নিরপেক্ষ

সব ধরনের মাটি

৮৭) ফল সংরক্ষণে পলিথিন আবরণ কোন কারণে ব্যবহার করা হয় ?

ফলের শ্বসন কমায়

 ফলের প্রস্বেদন হার কমায়

ধুলোবালি দ্বারা বাহিত রোগ-জীবাণুর হাত থেকে ফলকে রক্ষা করে

ফলের স্বাদ বাড়ায়

৮৮) Vitamin B2-এর অপর নাম কি ?

 রিবোফ্লোবিন

এস্করবিক এসিড

থায়াসিন

নায়াসিন

৮৯) সূর্যমুখীর বীজগুলো পুষ্ট শক্ত হলে কোন বর্ণ ধারণ করে ?

হলুদ

 কালো

বাদামী

সাদা

৯০) অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ?

হাইড্রোজেন

 লবণ

এসিড

এসিড ও ক্ষার

৯১) নিচের কোনটি ক্রিয়া বিশেষণ ?

বড় বড়

হালকা নীল

ঈর্ষাণীয়

 ধীরে ধীরে

৯২) প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কোন দোষ ঘটে ?

গুরুচন্ডালী দোষ

উপমার ভুল প্রয়োগ

 বাহুল্য দোষ

বাগধারার রদবদল

৯৩) ব্রয়লার হাঁস কত সপ্তাহ পালন করে বাজারজাত করা উচিত ?

১-২ সপ্তাহ

 ৩-৪ সপ্তাহ

৫-৭ সপ্তাহ

৭-৮ সপ্তাহ

৯৪) বাছুরকে সুস্থ রাখতে হলে দৈনিক কতবার দুধ পার করাতে হয় ?

 ২ বার

৩ বার

৪ বার

৫ বার

৯৫) বাছুর প্রসবের পর কোনটি করা উচিত নয় ?

বাছুরের নাক ও মুখ থেকে লালা পরিষ্কার করা

গাভীকে বাছুর লেহন করার সুযোগ দেয়া

 বাছুরকে পানি দিয়ে ধৌত করা

বাছুরকে শুকনো খড় – কুটোয় রাখা

৯৬) অস্থানিক মূল কাকে বলে ?

উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন মূল

 পাথমিক মূল নষ্ট হওয়ার পর কান্ডের নিম্ন থেকে উৎপন্ন মূল

উদ্ভিদের যে মূল সহজেই স্থানান্তরিত করা যায়

ঊর্ধ্বমুখী মূল, যা মাটি ভেদ করে উপরে বেরিয়ে আসে

৯৭) নিচের কোন উদ্ভিদে nodule হয় ?

পাট

ঢেঁড়শ

ভুট্রা

 নীল

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 3 =