Model Test 2

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. কলিং বেল এ ব্যবহার করা হয়-
2. সূর্য থেকে যে বিকীর্ণ তাপ আসে তাকে বলা হয়-
3. ছবি:তোলা ::চিঠি:
4. ফ্রিডম ফ্লোটিলা কোথায় প্রেরিত হয়?
5. ____ব্যতীত গণতন্ত্র অচল।
6. বিশ্বব্যাংক সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে কত সালে?
7. হোক্কাইডো দ্বীপটি কোথায়?
8. ব্লু হাউজ কোন দেশের প্রেসিডন্টের সরকারি বাসভবনের নাম?
9. পেরিস্কোপ কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
10. CPU means ----
11. সাধারণ দৃষ্টুতে মূল্যবোধ কত প্রকার?
12. আমার মা তোমার ভাইয়ের বোন। তোমার সাথে আমার সম্পর্ক কি?
13. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
14. It is impossible a family , without-
15. আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
16. চীনের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি এবং কবে থেকে যাত্রা শুরু করে?
17. ___ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
18. বৃদ্ধ মানুষটি চায়ে কিছুই পছন্দ করেন না ।তিনি শুধু-চা পছন্দ করেন।
19. বাংলাদেশের যে অঞ্চলের ভূমি উচু -
20. "Modern Moral Philosophy"- বইটার লেখক কে?
21. পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কী?
22. বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
23. Another word for CPU is ----
24. CPU এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষণস্তায়ীভাবে কোথায় জমা রাখা হয়?
25. সেন্টিগ্রেড মাপে তাপমাত্রা পরিবর্তন হয় ৪৫ ডিগ্রী হয়, তাহলে কেল্ভিন মাপে পরিবর্তন হয়?
26. শব্দের প্রতিফলনের উদাহরণ-
27. SCRIBBLE:WRITE:
28. Morality শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
29. ১১ এপ্রিল ২০১৭ আন্তর্জাতিক সংবাদমাধ্যম Business Insider-এর সহযোগিতায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বাংলাদেশকে কি নামে অভিহিত করা হয়?
30. উত্তর & দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
31. It is impossible for a family, without-
32. ’পেট্রোল ইঞ্জিন’ মোটরগাড়ির সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন (search engine) কিসের সাথে সম্পর্কযুক্ত?
33. IF FRIEND is coded ad HUMJTK, HOW IS CANDLE written in that code?
34. East London কোথায় অবস্থিত?
35. পাখি উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরী করেন কে?
36. তাজিকিস্তানের রাজধানীর নাম কি?
37. Dead Heart of Africa বলা হয় কোন দেশকে?
38. বলকান দেশ নয় কোনটি?
39. অাপনার কলিগ পরনিন্দা পছন্দ করেন। অাপনি তার অপস্থিতিতে কি করবেন?
40. ন্যাটোভুক্ত মোট দেশের সংখ্যা কয়টি?
41. Which one is the following companies is a leading manufacturer of Hard Disk Drives?
42. NTP- এর পূর্ণ নাম-
43. "অস্ট্রেলিয়া" শব্দের অর্থ কি?
44. In CISC processor CISC means -----
45. কাঁচ:পালিশ::পোশাক:
46. যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে?
47. কোন দেশটি পূর্ব এশিয়াতে অবস্থিত?
48. একই পদার্থের তৈরি একটি ক্ষুদ্র বস্তু ও একটি বৃহত বস্তুতে সমান পরিমাণ তাপ সরবরাহ করা হল, এক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য?
49. প্রেশার কুকার তৈরির মূলনীতি কী?
50. বার্মার নাম কত সালে মিয়ানমার করা হয়?
51. The house needs a new ______ of paint.
52. পৃথিবীর যে দেশগুলোতে সুশাসন খুব প্রয়োজনীয় --
53. কর্নারস্টোন অব পিস স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত?
54. একজন শিক্ষক আপনি যে গ্রেডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে অনেক নিচের গ্রেড দিয়েছেন। আপনি তখন কি করবেন?
55. Who is the darkest person?
56. Hard Disc মাপার একক হলো -----
57. পরিবাহিতার একক-
58. কোনটি সত্য নয়?
59. প্রতিটি শিশুই যে মূল্যবোধ নিয়ে জন্মায় --
60. এন্টার্কটিকা মহাদেশকে বলা হয় -
61. Hard Disk এর প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা ------
62. স্বাধীন:নির্ভয়:সংশয়:?
63. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে?
64. মালদ্বীপ কোথায় অবস্থিত?
65. নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়?
66. কম্পিউটারের ফিক্সড ডিস্ক হচ্ছে -----
67. Brain of Computer ----
68. শিশুরা স্বভাবত______।
69. আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে আপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন যদি ও আপনি সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আপনি তখন কি করবেন?
70. শেরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি ?
71. দেশের ৬৯তম পাসপোর্ট অফিস উদ্ভোধন করা হয় কোথায়?
72. নাফাকুম জলপ্রপাত কোন জেলায়?
73. কোনটি সত্য?
74. দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি ?
75. নিচের কোনটি সত্য নয়?
76. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল?
77. Word: Speech ::Pages:?
78. কৃত্রিম ডিম উৎপাদন ও বাজারজাতকারী দেশ কোনটি?
79. আলোক ফ্লাক্স এর একক-
80. নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য নয়?
81. সূর্যই যে সৌর জগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে, একথা বলেছেন-
82. NATO’র ২৯তম সদস্য পদ লাভ করবে কোন দেশ?
83. ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তির প্রস্তাবিত নাম কি?
84. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ?
85. মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
86. কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
87. মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত ছিল -
88. দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রতিষ্ঠিত হবে --
89. নিচের কোন শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়?
90. Hard Disk হলো -----
91. কোনটি চৌম্বক পদার্থ নয়?
92. ভারত & বাংলাদেশের ক্ষেত্রে কবে আনুষ্ঠানিক ভাবে ছিটমহল শব্দটি মুছে যায়?
93. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক কোনটি?
94. বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সীমার মধ্যে বাংলাদেশ পেয়েছে -
95. দক্ষিণ ওসেটিয়া কোথায় অবস্থিত?
96. কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে শব্দের দ্রুতি কোনটির ওপর নির্ভর করে?
97. তুরস্কের মুদ্রার নাম কি?
98. ২৬ মার্চ বাংলাদেশ হলে ১৭এপ্রিল কি?
99. অাধুনিক বিশ্ব খুব বেশী করে গুরত্ব দিচ্ছে --
100. কোনটি সত্য নয়?

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =