বাংলাদেশ কৃষি ব্যাংক- ৫ বছরের বাংলার প্রশ্নের সমাধান

১) যৌগিক শব্দ – গায়ক
২) নিবৃত্তি শব্দির নি – তৎসম উপসর্গ
৩) বড় পিরীতি বালি বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ – ভারত চন্দ্রের উক্তি
৪) মৌলিক শব্দ – গোলাপ
৫) শত্রুকে দমন করে যে – অরিন্দম
৬) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সুড়ঙ্গ একটি – নাটক

৭) নজরুলের প্রথম প্রকাশিত কবিতা – মুক্তি
৮) একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে – অসমীকরণ
৯) আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত শব্দ – চুপচাপ
১০) কৃৎ প্রত্যয়ের উদাহরণ – নাচ অন
১১) ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক – চন্দ্রকুমার দে

১২) বাংলা সাহিত্যে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক – বসন্তকুমারী
১৩) সন্ধারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা যে কাব্যের কবিতাংশ – বলাকা
১৪) অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি হারাবে – যোগ্যতা
১৫) আজ তোরা যাসনে ঘরের বাহিরে এখানে কি অর্থে অনুজ্ঞা – আদেশ
১৬) তুমি যদি যেতে ভালো হতো। বাক্যটিতে যেতে শব্দটি – নিত্যবৃত্ত অতীত
১৭) যোগরুঢ় শব্দ – পঙ্কজ
১৮) সংস্কৃত উপসর্গ রয়েছে যে শব্দে – অপমান

১৯) বত্রিশ সিংহাসন এর রচয়িতা – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
২০) বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে সৃষ্ট ভাষা – ব্রজবুলি
২১) তেজারত যে শব্দ – ফারসি
২২) অঘোষ ধ্বনি – ক
২৩) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদগমন

২৪) রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ – গৌড়ীয় ব্যাকরণ
২৫) উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ যাঁর রচনা – শামসুর রাহমান
২৬) শর্বরী শব্দের অর্থ – রাত্রি
২৭) মেঘনাদ বধ কোন রসের কাব্য – করুন রস
২৮) ড় এবং ঢ় যে ধ্বনি – তাড়নজাত
২৯) শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে – সমীভবন
৩০) ধ্বনাত্মক দ্বিরুক্ত শব্দ – ঝম – ঝম
৩১) অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ – মিঠাই
৩২) যে শব্দের লিঙ্গান্তর হয় না – ঢাকী
৩৩) এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় যে শব্দে – খেমটা

৩৪) গেরাম যে জাতীয় শব্দ – অর্ধতৎসম
৩৫) বাবা শব্দটি – তুর্কি
৩৬) পাঞ্জেরী শব্দের অর্থ – আলোক বর্তিকা
৩৭) বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি – ৩টি
৩৮) শিশুটি মা মা বলে কাঁদছে এখানে মা মা দ্বিরুক্তিটি যে অর্থে – আগ্রহ
৩৯) ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য – নতুন শব্দ গঠন
৪০) কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ – পুত্র

৪১) অপ শব্দটি অপকর্ম শব্দে যে অর্থে ব্যবহৃত হয়েছে – নিকৃষ্ট অর্থে

৪২) চর্যাপদ আবিষ্কৃত হয় – পাল শাসনামলে

৪৩) চাঁদ সওদাগর যে কাব্যের চরিত্র – মনসামঙ্গল

৪৪) মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি – আলাওল

৪৫) বাংলা ভাষা ভাষার প্রথম দৈনিক পত্রিকা – সংবাদ প্রভাকর

৪৬) চতুর্দশপদী কবিতায় পংক্তি থাকে – ১৪ টি

৪৭) রবীন্দ্রনাথের রচনা – সোনার তরী, বলাকা, চিত্রা, শেষের কবিতা,চতুরঙ্গ

৪৮) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য

৪৯) ভাষার মূল উপাদান – ধ্বনি

৫০) শুদ্ধ বানান – দূষণীয়

৫১) ব্রজবুলি বলতে বোঝায় – একরকম কৃত্রিম কবিভাষা

৫২) পদ্মা নদীর মাঝি একটি – উপন্যাস

৫৩) বাংলা নাটকের পথিকৃৎ – মধুসূদন দত্ত

৫৪) অভিরাম এর সমার্থক শব্দ – রমণীয়

৫৫) ফারসি শব্দ – পেরেশান

৫৬) পক্ব অর্থে প্রকাশ পায় – পাকা আম

৫৭) শুদ্ধ বানান – মুমূর্ষু

৫৮) অপাংক্তেয় এর বিপরীত – অতুলনীয়

৫৯) দুধের মাছি বাগধারার অর্থ – সুসময়ের বন্ধু

৬০) অভিধানে যে শব্দটি আগে আসবে – চাঁটি

৬১) এইসব দিনরাত্রি নাটকের রচয়িতা – হুমায়ূন আহমেদ

৬২) ক্ষুদার্ত এর সন্ধি বিচ্ছেদ – ক্ষুধা ঋত

৬৩) বিষাদ সিন্ধু রচনা করেন – মীর মশাররফ হোসেন

৬৪) গাহি তাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান যে কবিতার অংশ – জীবন বন্দনা ( কাজী নজরুল)

৬৫) সমুদ্র শব্দের সমার্থক নয় – স্রোতস্বিনী

৬৬) মৃগাঙ্ক শব্দটির অর্থ – চন্দ্র

৬৭) কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ – অপদার্থ

৬৮) নীর ও নীড় শব্দ যুগলের অর্থ – পানি ও পাখির বাসা

৬৯) হিন্দি শব্দ – পানি

৭০) যে বাক্যে পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত – হাতের লক্ষ্নী পায়ে ঠেলো না

৭১) একাদশে বৃহস্পতি এর অর্থ – সৌভাগ্যের বিষয়

৭২) বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল – বহুবচন

৭৩) চালাক এর বিশেষ্য – চালাকী

৭৪) নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ – নৌ ইক

৭৫) আজ রবিবার নাটকটির রচয়িতা – হুমায়ূন আহমেদ

৭৬) শুদ্ধ বাক্য – জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

৭৭) পাণিনি ছিলেন -বৈয়াকরণিক

৭৮) বাংলাদেশের সাহিত্যাঙাগনে সব্যসাচী লেখক – সৈয়দ শামসুল হক

৭৯) শৈবাল দিঘীরে কহে উচ্চ করি শির লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির এর মূল প্রতিপাদ্য -অকৃতজ্ঞতা

৮০) কোন দ্বিরুক্ত সব্দ বহুবহন বোঝায় – পাকা পাকা আম

৮১) যতবড় মুখ নয় ততবড় কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে – শক্তি

৮২) অনিল শব্দের অর্থ – বাতাস

৮৩) পায়ে হেঁটে গমন করে না যে – প্লবক, ভুজঙ্গ

৮৪) কাগজ এর বহুবচন – কাগজগুলো

৮৫) ভানু এর প্রতিশব্দ নয় – শশী

৮৬) শুদ্ধ বাক্য – রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন

৮৭) ড.মুহাম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় – ভাষাতত্ত্ববিদ

৮৮) সূর্য দীঘর বাড়ি উপন্যাস রচনা করেন – আবু ইসহাক

৮৯) যে বাংলা পদের সাথে সন্ধি হয় না – অব্যয়

৯০) দুর্বল অর্থ প্রকাশ করে যে বাগধারাটি – ঊনপাঁজুরে

৯১) জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় – বলাকা

৯২) হুমায়ুন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস – জোছনা ও জননীর গল্প

৯৩) বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় – ১৮ শতকে

৯৪) একই সময়ের এর সমার্থক – যুগপৎ

৯৫) অব্যক্ত মধুর ধ্বনি – কলতান

৯৬) অমরাবতী এর বিপরীত শব্দ – নরক

৯৭) অশুদ্ধ বাক্য – বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

৯৮) বাংলা গদ্যের জনক – ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৯৯) আমার সোনার বাংলা গানটি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় – ৩ মার্চ ১৯৭১

১০০) একুশের গল্প এর রচয়িতা – জহির রায়হান

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =