জামিউল ইসলাম শামস সাহেবের ভাইভা অভিজ্ঞতা

বোড ঃ বিজ্ঞ আব্দুল জব্বার স্যার।
সময় ১০/১২ মিনিট।
১৯/১১/২০১৯
চয়েস ঃ পুলিশ, এডমিন, কৃষি, ।
মোঃ জামিউল ইসলাম শামস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিষয় ঃ কৃষি।
ভাইভা সিরিয়াল ঃ ১২/১২
চেঃ আপানার জন্ম তারিখ কি ঠিক আছে। এটা কি আসল?
চেঃ জি আই পন্য কি?
চেঃ ইলিশ জি আই পন্য এতে আমাদের কি লাভ?
এক্সঃ মাটির নিচে পানির লেভেল ঠিক রাখার কি পদ্ধতি অবলম্বন করা যায়? সাব মারজ লেবেল কিভাবে বাড়ানো যায়।?
চেঃ আপনার ১ম চয়েস কি?
চেঃ কৃষি তে কত গুলো পদ আছে?
এক্সঃ কোন খেলা পছন্দ করেন?
এক্সঃ বাংলাদেশ দল এখন কোথায় আছে?
এক্সঃ আগের টেস্ট ম্যাচ টি কোথায় হয়েছিল?
এক্সঃ আপনার এলাকায় কোনো ভালো ক্রিকেট খেলোয়াড় আছে?
এক্সঃ আপনার এলাকায় কোন ফসল ভালো হয়?
এক্সঃ বরিশালে কোন ফসল ভালো হয়।?
চেঃ পুলিশ কত দিন ট্রেনিং নেয়?
চেঃ কোথায়?
চেঃ কখনো গিয়েছেন?
চেঃ ওখানে পাশে আর কি আছে?
চেঃ পুলিশে চাকরি তো অনেক কষ্টের, করতে পারবেন?
চেঃ DNA test কি?
চেঃ Gene Bank কি? Gene Bank বাংলাদেশের কোথাও আছে?
চেঃ পুলিশ ফরেন্সিক টেস্ট দিয়ে আসলে কি করে?
চেঃ আপনার জন্য শুভ কামোনা।
এই ছিলো আমার ভাইভা প্রশ্ন।
১ টি প্রশ্ন পারি নি। সরি স্যার বলেছি।
২ টি প্রশ্ন উত্তর নিচ্ছিলো না। আমি ৭০% উত্তর করেছিলাম। স্যার আরো জানতে চাচ্ছিলেন। পরে আমি বলেছি স্যার আমি এর বাইরে আর কিছু জানি না। তখন স্যার মুচকি হাসি দিয়ে পরের প্রশ্নে যান।
স্যাররা হাসি মুখে ছিলেন। আমি ভাইভা বোর্ডে স্বাভাবিক ও কনফিডেন্ট ছিলাম। হাসি মুখেই সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছি। না পারলে Sorry sir বলেছি। কিছু প্রশ্নের উত্তর নিচ্ছিলো না, বুঝতে পারছিলাম আমাকে পাজেল করা হচ্ছে, আমি সোজা বলেছি স্যার এর বাইরে আমি এই বিষয়ে কিছু জানি না। স্যার রা হাসি দিয়েছেন। ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে।
ব্যক্তিগত মতামত ঃ ভাইভাতে কি পারলেন কি পারলেন না ব্যাপার না। পৃথিবীর কেউ সব কিছু পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে Positive attitude, Confidence level, manner, smartness, Dress up. কোনো প্রকার মুদ্রাদোষ থাকলে অবশ্যই পরিহার করুন, যার মারাত্মক Negative impact পরবে viva number এ। ফেল ও করিয়ে দেন।
আমার ভাইভা নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম, আশা করি ভালো নম্বর দিয়েছেন স্যাররা। লিখিত avarage দেয়ায় ১ম ও ২য় চয়েজ পাইনি।
Agriculture Extension Officer ( AEO) তে সুপারিশ প্রাপ্ত
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nine =