শারমিন সুলতানা ম্যাডাম এর ভাইভা অভিজ্ঞতা

৩৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
শারমিন সুলতানা
তারিখ : ২৪ নভেম্বর ২০১৯।
বোর্ড: শেখ আলতাফ আলী স্যার।
বোথ ক্যাডার (সাবজেক্ট : শিশু বিকাশ ও সামাজিক সর্ম্পক)
প্রথমে অনুমতি নিয়ে ঢুকলাম। এরপর একটু এগিয়ে সালাম দিলাম। চেয়ারের কাছাকাছি যাওয়ার পর চেয়ারম্যান স্যার বসতে বললে বসে ধন্যবাদ জানালাম।
চেয়ারম্যান স্যার: অর্নাস কোন discipline থেকে?
আমি : science.
ex:1 mam: home economics থেকে?
আমি: জি।
চেয়ারম্যান : এই সাবজেক্ট এ কি কি পড়ানো হয়?
আমি: বললাম।
ex:2:sir: WHO মাতৃস্বাস্থ্য সর্ম্পকে একটা সংগা দিয়েছে সেটা কি বলতে পারবা?
আমি: স্যার আমার জানা নেই।
EX:2:sir: যা বোঝ তাই বলো?
আমি: বললাম।
এ নিয়ে চেয়ারম্যান স্যার কিছুক্ষণ আলোচনা করলো।আমি শুধু জি স্যার জি স্যার বলে গেলাম।
ex:1 : mam: শিশু বলতে কি বোঝ? বললাম।
ex:1 : mam: বাবা মা দুজন চাকরী করলে কিভাবে শিশুর বিকাশ নিয়ে কাজ করবে?
শিশুরা মোবাইল ব্যবহার করলে কি কি ক্ষতি হয়? এটা থেকে শিশুদের কিভাবে রক্ষা করতে হবে? সবই উত্তর করেছি।
চেয়ারম্যান স্যার : নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝ? বললাম স্যার ও কিছু আলোচনা করলেন।
চেয়ারম্যান স্যার: সিডো কি?
আমি: স্যার পুরোটা বলি?
চেয়ারম্যান : হুম বলো।।বললাম।
চেয়ারম্যান : অডিট আর অ্যাকাউন্টস এর পার্থক্য বলো? এটা আমার ৩ নম্বর পছন্দ ছিল। ভাল বলতে পারি নাই ।।।।
চেয়ারম্যান : অডিট এন্ড একাউন্ডস এর সর্বোচ্চ পদ কি? ইংরেজিতে কি?
ex : 2 : sir : সুশাসনের মানদণ্ড গুলো বলতে পারবা?
আমি: জি স্যার,, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন।আর কিছু মনে আসছিল না। পরে বললাম এগুলোই স্যার।স্যার আর কিছু বলেনি মিটিমিটি হাসছিলেন।। তখন চেয়ারম্যান স্যার বললেন ওকে thank you. কাগজপত্র গুলো নিয়ে যাও।। পরে সালাম দিয়ে। ধন্যবাদ দিয়ে দরজার কাছে এসে পেছনে ফিরে দেখলাম
ex : 2 sir আমার দিকে তাকিয়ে আছেন। সবশেষে আবার সালাম দিয়ে বেরিয়ে এসেছি।।।।।
বোর্ডে ৮-১০ মিনিট রেখেছিল
চেয়ারম্যান স্যার প্রথম দিকে প্রশ্ন করেছিল যে আমি মাস্টার্স শেষ করেছি কিনা
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =