কম্পিউটার সম্পর্কে ৮৭ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমোরি
২। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? – ROM
৩। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম
৪। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
৫। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
৬। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
৭। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?- গ্রাফিক্স কার্ডে
৮। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
৯। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি
১০। LCD (Liquid Crystal Display) এর জনক কে?- সুইস পদার্থবিদ মার্টিন সাউ

১১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা
১২। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-৩ এপ্রিল ১৯৭৩।
১৩। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?- গুগল পস্নাস
১৪। Quick Heal কী? – এন্টিভাইরাস সফ্টওয়ার
১৫। Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট
১৬। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic.
১৬। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।
১৭। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? ১৯ বছর।
১৮। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া
১৯। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়? হোয়াইট হ্যাট হ্যাকার।
২০। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯ সালে।

২১। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে? -Microsoft.
২২। Melissa Virus তৈরী করেন কে? – ডেভিড স্মিথ
২৩। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? – ১০ বছরের জেল?
২৪। Mydoom Worm কি? – কম্পিউটার ভাইরাস।
২৫। Zeus (জিয়ুজ) কী? – কম্পিউটার ভাইরাস।
২৬। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? – নেক্সাস-১
২৭। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি
২৮। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস
২৯। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়? -টুইট
৩০ কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক

৩১। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি।
৩২। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa
৩৩। মাউস একটি কোন ধরনের ডিভাইস? উঃ- ইনপুট ডিভাইস।
৩৪। মাউসে কয়টি বাটন থাকে? উঃ- ২ টি।
৩৫। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- পাঁচ ভাগে।
৩৬। কমপিউটার কেমন করে কাজ করে? উঃ- ইনপুট-সিপিইউ-আউটপুট।
৩৭। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে। উঃ- Central Processing Unit.
৩৮। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-? উঃ- ১৯৭১।
৩৯। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উঃ- অ্যানালগ কমপিউটার।
৪০। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? – Mydoom Worm

৪১। অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।
৪২। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা যায়? – জ ও ঝ
৪৩। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ
৪৪। ইন্টারনেট কী?উ: দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংর্যুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।
৪৫। কম্পিউটার কে আবিস্কার করেন?-উঃ হাওয়ার্ড এইকিন।
৪৬। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
৪৭। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC
৪৮। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1
৪৯। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০।
৫০। Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল।

৫১। http এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol.
৫২। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উঃ- কমপিউটারের।
৫৩। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ- I/O
৫৪। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? উঃ- Control Unit
৫৫। কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি কি? উঃ- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।
৫৬। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উঃ- কম্পুটার
৫৭। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ। উঃ- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
৫৮। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ। উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।
৫৯। কমপিউটার শব্দের অর্থ কী? উঃ- গণনা করা।
৬০। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি? উঃ- ২টি।

৬১। মাউসের কিক বলতে কী বুঝায়? উঃ- মাউসের বাম বোতাম চাপা।
৬২। সি.পি.ইউ এর অংশ নয় কী? উঃ- মেমোরি।
৬৩। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? উঃ- ১৯৮১ সালে।
৬৪। কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে।
৬৫। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১
৬৬। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ ওলসেন।
৬৭। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃ বুদ্ধি বিবেচনা।
৬৮। পামটম কি? উঃ একধরণের ছোট কম্পিউটার।
৬৯। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
৭০। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? উঃ আইবিএম-১৬২০ সিরিজ।

৭১। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়? উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
৭২। মাইক্রোসফট কি? উঃ কম্পিউটার সফট্ওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।
৭৩। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- উঃ হাইব্রিড কম্পিউটার
৭৪। ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃস্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯।
৭৫। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA
৭৬। Which one is a graphics software? উঃ Adobe Photoshop.
৭৭। এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte
৭৮। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? উঃ- ১৭৮৬ সালে।
৭৯। নির্গমন মুখ সরঞ্জাম কী? উঃ- আউটপুট ডিভাইস।
৮০। কমপিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? উঃ- দুই ভাগে।

৮১। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী? উঃ- কান্তিহীনতা।
৮২। প্রথম ইলেকট্রনিক কমপিউটারের নাম কী? উঃ- ইউনিভ্যাক।
৮৩। কমপিউটারের প্রধান ভাষা কোনটি? উঃ- ইংরেজি।
৮৪। কমপিউটারের প্রথম প্রজন্ম কতসালের মধ্যে? উঃ- ১৯৫১-১৯৫৮ সাল।
৮৫। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী? উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম।
৮৬। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়? উঃ- ১৯৬৪ সালে।
৮৭। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে কতভাগে ভাগ করা যায়? উঃ- ৩ ভাগে।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =