বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম-১০ম শ্রেণি
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
১. ভারতবর্ষে বৃটিশ শাসনের অবসান হয়?
— ১৯৪৭ সালের ১৪ অগাস্ট রাতে
২. ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিলে কোন বাঙালি নেতা এর বিরোধিতা করেন?
— শেৃরে বাংলার এ.কে. ফজলুল হক
৩. ১৯৪৭ সালের ১৭ মে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?
— চৌধুরী খালিকুজ্জামান
৪. ১৯৪৭ সালের ১৭জুলােই মাসে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?
— আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ ৤
৫. ১৯৪৭ সালে কামরুদ্দিন আহমদের নিতৃত্বে যে দলটি মাতৃভাষায় ‘শিক্ষা দান’ এর দাবী জানায় ঐ দলটির নাম কি?
— গণ আজাদী লীগ

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ২ সেপ্টেম্বর কোন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে ?
— তমদ্দুন মজলিস
৭. ১৯৪৭ সালের ১৬ডিসেম্বর মাসে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কোথায় ?
— পকিস্তানের করাচিতে একটি শিক্ষা সম্মেলনে
৮. ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারী কে গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজীর পাশাপাশি বাংলার ব্যবহারের দাবি জানান??
— পাকিস্থানের গণপরিষদ সদস্য ধীরেন্দ্রন্থ দত্ত
৯. কত তারিখে ঢাকায় ’’সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ’’ পুনর্গঠিত হয়?
— ১৯৪৮ সালের ২ মার্চ
১০. কখন ’’বাংলা ভাষা দাবি দিবস’’ পালনের ঘোষণা দেওয়া হয় এবং ঐ দিন সাধারণ ধর্মঘট পালন করা হয়?
— ১৯৪৮ সালের ১১ মার্চ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
১১. ১৯৪৮ সালের ১৩-১৫ মার্চ কেন ধর্মঘট পালিত হয়?
— পিকেটিং করা অবস্থায় শেখ মজিব, শামসুল হক, অলি আহাদসহ ৬৯ জনকে গ্রেফতার করার কারণে
১২. বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কত দফা চুক্তিতে স্বাক্ষর করেন?
—- ৮ দফা
১৩. রাষ্ট্র ভাষা আন্দোলন ‘’ রাষ্ট্রের দুশমনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই’’ এ মর্মে মুখ্যমন্ত্র ভূল স্বীকার করে বক্তব্য দিবেন, এটা কোন দফার অন্তর্ভূক্ত?
— ৮ দফার
১৪. মোহাম্মদ আলী জিন্নাহ কখন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, ‘’ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা’’ ??
— ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায়
১৫. মোহাম্মদ আলী জিন্নাহ কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উর্দুকেই পাকিস্তানের একমাত্র ভাষা হওয়ার কথা বলেন??
—১৯৪৮ সালের ২৪ মার্চ
১৬. পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল?
— আরবী হরফে
১৭. ১৯৫২ সালের ২৬ জানুয়ারী কোথায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্র খাজা নাজিম উদি্দন জিন্নাহকে অনুকরণ করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা করেন?
—ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায়
১৮. ১৯২ সালে নতুন ’’রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের’’ আহ্বায়ক কে ছিলেন ??
—আবদুল মতিন
১৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী সকাল ১১টায় ঢাকাবিশ্ববিদ্যালয়েরেএক সভায় কত জন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়েছিল?
— ১০ জন করে
২০. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারী ঢাকায় বিশাল শোক র্যা লীতে পুলিশের হামলায় কে শহিদ হন??
— শফিউর রহমান

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
২১. কত সালে বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়??
— ১৯৫৬ সালে
২২. পাকিস্তানি শাসন পর্বে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন কোনটি?
— ভাষা আন্দোলন
২৩. কত সাল থেকে ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
— ১৯৫৩ সাল থেকে
২৪. কখন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে ??
— ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
২৫. কাদের উদ্যোগে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে ??
— কানাডা প্রবাসী কয়েকজন বাঙালির উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কুটনৈতিক তৎপরতায়
২৬. পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল??
— ৫৬ শতাংশ
২৭. কোন ধারণা থেকে বের হয়ে অসাপ্রদায়িক প্রগতিশীল বাঙালি রাজনৈতিক নেতৃত্ব ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে’’পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’’ গঠন করে??
— মুসলিম লীগের দ্বিজাতিতাত্বিক ধ্যান-ধারণা থেকে
২৮. শেখ মজিবকে ১৯৪৯ সালে কারাগারে প্রেরনের পর তিনি কত দিন পর্যন্ত বন্দি জীবন কাটান?
— ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারী পর্যগন্ত
২৯. ১৯৪৯ সালে গঠিত ‘’পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’’ এর সভাপতি কে ছিলেন??
— মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৩০. কত সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ কর ‘’পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ‘’ দলের নাম ‘’পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’’ নামকরণ করা হয়??
—১৯৫৫ সালে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
৩১. আওয়ামীগ কেন যুক্তফ্রন্ট গঠনের চেষ্টা করে?
— পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লিগের শোচনীয় পরাজয় ঘটানোর জন্য
৩২. কত সালে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়?
— ১৯৫৩ সালের ১৪ নভেম্বর
৩৩. যুক্তফ্রন্ট এ কতটি দফার উল্লেখ আছে?
—২১টি
৩৪. যুক্তফ্রন্ট কতটি দল নিয়ে গঠিত হয়?
—- ৪ টি
৩৫. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রনাট কতটি আসন পায়?
—২২৩ টি
৩৬. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগকতটি আসন পায়?
—৯টি আসন
৩৭. যুক্তফ্রনাটভূক্ত কৃষক-শ্রমিক পার্টির নেতা এ.কে. ফজলুল হক কখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন?
—-১৯৫৪ সালের ৩ এপ্রিল
৩৮. যুক্তফ্রনাট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
—৫৬ দিন
৩৯. যুক্তফ্রনাট সরকারকে কে এবং কখন বরখাস্ত করেছিল?
——-পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলম মোহাম্মদ, ১৯৫৪ সালের ৩০ মে
৪০.আইয়ুব খান কিভাবে ক্ষমতা দখল করে পাকিস্তানের প্রেসিডেন্ট হন??
—-১৯৫৮ সালের ২৭ অক্টোবর ইস্কান্দর মীর্জাকে উৎখাত ও দেশ ত্যাগে বাধ্য করে ৤

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
৪১. সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করতে আইয়ুব খান কি ব্যবস্থা চালু করেন??
—–মৌলিক গণতন্ত্র ব্যবস্থা
৪২. মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে কত জন নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমণ্ডলী গঠন করা হয়??
—–৮০ হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য
৪৩. ১৯৫৫-৫৬ সাল থেকে ১৯৫৯-৬০ সাল পর্য ন্ত মোট বাজেটের পশ্চিম পাকিস্তানের ৫০০ কোটি টাকার বিপরীতে পূর্বপাকিস্তানের বরাদ্দ কত ছিল??
—–১১৩ কোটি ৩ লাখ টাকা
৪৪. ১৯৬০-৬১ সাল থেকে ১৯৬৪-৬৫ সাল পর্য ন্ত মোট বাজেটের পশ্চিম পাকিস্তানের ২২০০০ মিলিয়ণ টাকার বিপরীতে পূর্বপাকিস্তানের বরাদ্দ কত ছিল??
—–৬৪৮০ মিলিয়ন টাকা
৪৫. ১৯৬২ সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবার মূখর হয়ে কত দফা কর্মসূচী ঘোষণা করেন?
—- ১৫ দফা
৪৬. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর কার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়?
—- ভারতের সাথে
৪৭.১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তানের সাথে যুদ্ধ কত দিন স্থায়ী হয়?
—- ১৭ দিন
৪৮. ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী লাহোরে শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার অধিকার রক্ষার জন্য কত দফা দাবী তুলে ধরেন?
—- ৬ দফা দাবী
৪৯. আইয়ুব সরকার ৬দফা কর্মসূচীকে কি বলে আখ্যায়িত করেন?
—- বিচ্ছিন্নতাবাদী কর্মসূচী
৫০. আগড়তলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?
—- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
৫১. আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামী সংখ্যা কতজন ছিল?
—-৩৫ জন
৫২. আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানী কখন হয়?
—-১৯৬৮ সালের ১৯ জুন
৫৩. আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানী কোথায় হয়?
—-ঢকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে
৫৪. কখন আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন?
—- ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারী
৫৫. কখন শেখ মুজিবুর রহমানকে ‘’বঙ্গবন্ধু’’ উপাধিতে ভূষিত করা হয়??
—- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদ এর পক্ষ থেকে
৫৬. পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন কেন?
—- ১৯৬৯ এর গণ অভ্যূথ্থানের ফলে
৫৭. ১৯৭০ এর নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল?
—- ৫ কোটি ৬৪ লাখ ভোটার
৫৮. ১৯৭০ এর নির্বাচনে পূর্বপাকিস্তানের মোট ভোটার সংখ্যা কত ছিল?
—- ৩ কোটি ২২ লাখ ভোটার
৫৯. ১৯৭০ সালের ১৭ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে কতটি আসন আওয়ামী লীগ পায়?
—-২৮৮ টি আসন
৬০. ১৯৭০ সালের ৭ডিসেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের জন্য নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে কতটি আসন আওয়ামী লীগ পায়?
—-১৬৭টি আসন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)
১৯৬৬ সালে পাকিস্তান প্রসাশনের বৈষম্যমূলক চিত্রঃ
নং— খাত———————–বাঙালি———–পশ্চিম পাকিস্তান
১ প্রেসিডেন্টের সচিবালয়—-১৯%————-৮১%
২ দেশরক্ষা ——————–৮.১%————৯১.৯%
৩ শিল্প————————-২৫.৭%———-৭৪.৩%
৪ স্বরাষ্ট্র——————–২২.৭%———–৭৭.৩%
৫ তথ্য————————–২০.১%———–৭৯.৯%
৬ শিক্ষা————————-২৭.৩%———-৭২.৭%
৭ স্বাস্থ্য———————–১৯%————-৮১%
৮ আইন ————————-৩৫% ————৫%
৯ কৃষি—————————-২১%————-৭৯%

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
২য় অধ্যায়: স্বাধীন বাংলাদেশ
৬১. ১৯৭১ সালের ৩ মার্চ কে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বায়ন করেন?
—–ইয়াহিয়া খান
৬২. ১৯৭১ সালের ৩ মার্চ এর জাতীয় পরিষদের অধিবেশন স্থাগত ঘোষিত হয় কেন?
—– ভূট্টোর অধিবেশনে যোগ দিতে অস্বীকার করায়
৬৩. কি থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়?
—–১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে
৬৪. ১৭ মার্চ টিক্কা খান,রাও ফরমান আলী বাঙালির উপর যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেন এটা ইতিহসে কি নামে পরিচিত?
——অপারেশন সার্চ লাইট
৬৫. ’অপারেশন সার্চ লাইট’ শুরু হয় কখন?
——১৯৭১ সালের ২৫ মার্চ রাতে
৬৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোন স্থানটির নাম ’’মুজিবনগর’’ করা হয়?
—— মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে
৬৭. কত সালে মুজিবনগর সরকার গঠিত হয়?
——১৯৭১ সালের ১০ এপ্রিল
৬৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কখন?
——১৯৭১ সালের ১৭ এপ্রিল
৬৯. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
——-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭০. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
—— সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
২য় অধ্যায়: স্বাধীন বাংলাদেশ
৮১. পাকিস্তানের ২৪বছরের মধ্যে বঙ্গবস্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
——১২ বছর
৮২. কখন স্বাধীন বাংলাদেশের সরকার ভারত থেকে ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে?
——১৯৭১ সালের ২২ ডিসেম্বর
৮৩. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে এসে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন?
——১৯৭২ সালের ১০ জানুয়ারী
৮৪. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকান্ডের শিকার হন?
—— ১৯৭৫ সালের ১৫ আগস্ট
৮৫. ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে কত সদস্যবিশিষ্ট্য ‘’খসড়া সংবিধান কমিটি’’ গঠন করেন?
—–৩৪ সদস্য বিশিষ্ট্য
৮৬. বঙ্গবন্ধু কত সালে ‘’বাংলাদেশ গণপরিষদ’’ নামে একটি আদেশ জারি করেন??
—–১৯৭২ সালের ২৩ মার্চ
৮৭. বঙ্গবন্ধু কাকে প্রধান করে ১৯৭২ সালে নতুন শিক্ষা কমিশন গঠন করেন?
—- বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত-এ-খুদা
৮৯. পাকিস্তান আমলে বাংলাদেশ ভূ-খণ্ডে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল?
—–৩৮ হজার
৯০. কত সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
—-১৯৭৩ সালের ৭ মার্চ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
২য় অধ্যায়: স্বাধীন বাংলাদেশ
৭১. মুজিবনগর সরকারের প্রধান মন্ত্রী কে ছিলেন?
—– তাজ উদ্দিন আহম্দ
৭২. মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রী কে ছিলেন?
—– এম. মনসুর আলী
৭৩. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
—– এ.এইচ.এম কামরুজ্জামান
৭৪. মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইন-মন্ত্রী কে ছিলেন?
—– খন্দকার মোশতাক আহম্দ
৭৫. মুক্তিযুদে্ধ প্রধান সেনাপতি কে ছিলেন?
—– কর্নেল (অব.) এম.এ.জি. ওসমানী
৭৬. মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয় কত সদস্য বিশিষ্ট?
—– ৬ সদস্য বিশিষ্ট
৭৭. মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কতটি মন্ত্রনালয় বা বিভাগ ছিল?
—–১২ টি
৭৮. মুজিবনগর সরকারের প্রধান বিচারপতি কে ছিলেন?
—– আবু সাঈদ চৌধুরী
৭৯. ১০ এপ্রিল মুজিবনগর সরকার দেশকে কতটি সামরিক জোনে ভাগ করে?
—— ৪ টি সেক্টর
৮০. ১১ এপ্রিল মুজিবনগর সরকার পুনরায় দেশকে কতটি সামরিক জোনে বা সেক্টরে ভাগ করে?
——১১ টি সেক্টরে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
২য় অধ্যায়: স্বাধীন বাংলাদেশ
৮১. পাকিস্তানের ২৪বছরের মধ্যে বঙ্গবস্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
——১২ বছর
৮২. কখন স্বাধীন বাংলাদেশের সরকার ভারত থেকে ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে?
——১৯৭১ সালের ২২ ডিসেম্বর
৮৩. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে এসে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন?
——১৯৭২ সালের ১০ জানুয়ারী
৮৪. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকান্ডের শিকার হন?
—— ১৯৭৫ সালের ১৫ আগস্ট
৮৫. ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে কত সদস্যবিশিষ্ট্য ‘’খসড়া সংবিধান কমিটি’’ গঠন করেন?
—–৩৪ সদস্য বিশিষ্ট্য
৮৬. বঙ্গবন্ধু কত সালে ‘’বাংলাদেশ গণপরিষদ’’ নামে একটি আদেশ জারি করেন??
—–১৯৭২ সালের ২৩ মার্চ
৮৭. বঙ্গবন্ধু কাকে প্রধান করে ১৯৭২ সালে নতুন শিক্ষা কমিশন গঠন করেন?
—- বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত-এ-খুদা
৮৯. পাকিস্তান আমলে বাংলাদেশ ভূ-খণ্ডে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল?
—–৩৮ হজার
৯০. কত সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
—-১৯৭৩ সালের ৭ মার্চ

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 5 =