বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ৈর মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্য

১।বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে – ডাকসু, ছাত্রলীগ
২।মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও টাঙগাইল কতো নং সেক্টরে ছিলো? – ৮ ও ১১ নং,
৩।মুক্তিযুদ্ধেরর প্রথমদিকে মুজিবনগর সরকার এর মিশন ছিলো – ২ টি
৪। শ্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয় – ছাত্র সংগ্রাম পরিষদ
৫। প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন – ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৬।কাদেরিয়া বাহিনী – টাঙ্গাইল অঞ্চলের
৭।মুক্তিযুদ্ধে মোট সেক্টর – ১১ টি

৮।রাজশাহী সারদা পুলিশ লাইন আক্রমণ করা হয় – ২৭ মার্চ
৯।আকবর বাহিনী – মাগুরা অঞ্চলের
১০।১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হয় – ১০ ই এপ্রিল
১১।আওয়ামীলীগ সর্বাত্মক আন্দোলন শুরু করে – পার্লামেন্টারি পার্টির বৈঠকে
১২।বঙ্গবন্ধু, ভূট্রো ও ইয়াহিয়ার বৈঠক হয় – ঢাকায়
১৩।ছাত্রলীগের বাঝাইকৃত কর্মীদের নিয়ে গঠিত – মুজিব বাহিনী
১৪।২৫ শে মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানে ব্যাপারে বঙ্গবন্ধুর শর্ত ছিলো – ৪ টি
১৫।অনিয়মিত বাহিনীর সরকারি নাম – মুক্তিযোদ্ধা

১৬।শিল্পী জর্জ হ্যারিসন – ইংল্যান্ড এর
১৭।বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন – আব্দুল হান্নান, মেজর জিয়া
১৮। মুজিবনগর সরকারের কার্যক্রম – ২ ভাগে বিভক্ত
১৯।১৯৭০ সালো আওয়ামীলীগ ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় – গনরায়ের ভিত্তিতে
২০।১৯৭১ সালে ইয়াহিয়া ঢাকা সফরে আসেন – ১৪ ই মার্চ
২১। মুক্তিযুদ্ধে চিপ অব ষ্টাফ – লে: কর্ণেল রব ( ডেপুটি – গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার)
২২।১৯৭১ সালে ৭ মার্চের জনসেবায় উপস্থিতি – ১০ লক্ষ প্রায়
২৩। অপারেশ সার্চ লাইট পরিকল্পনাকারী – ইয়াহিয়া খান
২৪।অপারেশন সার্চলাইট অনুযায়ী বঙ্গবন্ধু কে গ্রেফতার – রাত দেড়টায়
২৫।আল শামসের কার্যক্রম – আল – বদর এর অধীন
২৬।ঢাকার বাইরে অপারেশন সার্চ লাইট নেতৃত্ব – মেজর জেরারেল খাদিম হোসেন রাজা
২৭। শহীদ সাবের ও আনোয়ার পাশা – সাহিত্যিক

২৮।ইয়াহিয়া জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করেন – ১ লা মার্চ, পুনরায়
– ২৫ মার্চ।।
২৯।পাকদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ – জয়দেবপুর
৩০।ঢাকায় গেরিলা বাহিনী পরিচিত – ক্রাক প্লাটুন

৩১।এমভি সোয়াত ১৯৭১ সালের ৩রা মার্চ – চট্রগ্রামে
৩২।বাংলাদেশের প্রথম মিশন – কলকাতায়
৩৩।মার্চ মাসে অসহযোগ আন্দোলন শুরু হয় – ৩ তারিখে

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =