ফারুক মিয়া সাহেবের ভাইভা অভিজ্ঞতা

প্রার্থী : ফারুক মিয়া , কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
৩৮তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
তারিখঃ ২৭/১০/২০১৯
বোর্ডঃ আব্দুল লতিফ স্যার
সিরিয়ালঃ ৪/১২
বিষয়ঃ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস
পছন্দক্রমঃ অ্যাডমিন, পুলিশ, অডিট….
অনুমতি নিয়ে প্রবেশ করলাম। কাছে যেতে চেয়ারম্যান স্যার বসতে বললেন।
চেয়ারম্যান স্যার (চে.): Name, University?
আমিঃ Answered
চেঃ What is the contribution of Dr. Zoha?
আমিঃ Answered but not satisfied
তারপর এক্সটার্নাল -১ স্যারকে প্রশ্ন করতে বললেন।
এক্স-১ঃ আমার আব্বা গরু পালন করতেন। একবার গরুর ডায়রিয়া হয়েছিল। বাড়িতে মানুষের খাওয়ার ঔষধ ছিল, সেগুলো গরুকে খাওয়াতে ডায়রিয়া ভালো হয়ে গিয়েছিল। এটা কি সম্ভব?
আমিঃ জ্বী স্যার, সম্ভব। মানুষের আর গরু উভয়ের ক্ষেত্রেই একই জেনেরিকভুক্ত ওষুধের কম্পোজিশন একই থাকে। কিন্তু বডি ওয়েটের জন্য ওষুধের সাইজে পার্থক্য থাকে।
এক্স-১ঃ অ্যানিমেল শাকসবজি লতাপাতা সহজেই হজম করতে, মানুষ পারে না কেন?
আমিঃ মানুষ আছে সিম্পল স্টোমাক, পক্ষান্তরে অ্যানিমেলের থাকে ফোর চাম্বারড স্টোমাক। উনি আরো কিছু জানতে চাচ্ছিলেন। চেয়ারম্যান স্যার বললেন, আপনি ক্লিয়ার করতে না পারলে বাদ দেন। ( আসলে উনি জানতে চাচ্ছিলেন – মাইক্রোবিয়াল ডাইজেশনের পার্থক্য)
এক্স-২ঃ সংবিধান পড়েছেন?
আমিঃ জ্বী, স্যার।
এক্স -২ঃ সংবিধানের ফ্রন্ট পেজের কালার কি?
আমিঃ অ্যাস কালার ( হবে সাদা)। আসলে আমি মূল সংবিধান পড়িনি। চেয়ারম্যান স্যার তাঁর কাছে থাকা সংবিধান দেখিয়ে বললেন, আপনি সংবিধান পড়েন নি।
আমিঃ 😥
এক্স -২ঃ বঙ্গবন্ধুর নাম বলেন।
আমিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এক্স-২ঃ এটা কোথায় আছে?
আমিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে এটা রয়েছে।
এক্স -২ঃ কি লিখা আছে?
আমিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আাধা- সরকারি.. .. স্যার থামিয়ে দিয়ে বললেন বুঝতে পেরেছি ছেলে সংবিধান পড়েছে।
আমিঃ😎
এক্স-২ঃ পিএসসও সম্পর্কে সংবিধানের কোথায় বলা হয়েছে?
আমিঃ সংবিধানের ১৩৭ – ১৪১ নং অনুচ্ছেদে বলা হয়েছে।
এক্স-২ঃ সংবিধানের কোন সংশোধনী আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়?
আমিঃ ১৫ তম সংশোধনী।
এক্স-২ঃ কেন?
আমিঃ এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে…. অ্যালার্ম বেজে উঠলো এবং সাথে সাথে আমার বিদায় ঘন্টা বেজে উঠলো।
চেয়ারম্যান স্যার বললেন, আপনি এখন আসুন।
ফলাফলঃ লাইভস্টক ক্যাডার
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + one =